বিশ্বব্যাপী পরিচালিত সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবরের কর্মসূচি সরকারিভাবে বাংলাদেশে উদযাপনের ঘোষণা দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শুক্রবার (১ অক্টোবর ২০২১) রাত ৯টায় মন্ত্রণালয়ের কন্ট্রোলার অব সার্টিফাইং অথোরিটি (সিসিএ) আয়োজিত ‘টেকসই উন্নয়নে সাইবার নিরাপত্তা’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন প্রতিমন্ত্রী।
ওয়েবিনারে ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক মো. খায়রুল আমীনের সভাপতিত্বে ‘টুয়ার্ডস অ্যা সিকিউর ডিজিটাল ন্যাশান’ শীর্ষক পাওয়ারপয়েন্ট উপস্থাপনা দেন প্রতিমন্ত্রী পলক। তিনি বলেন, ‘স্প্যাম, র্যানসমওয়্যার, ফিশিং, ম্যালওয়্যার, ইনফরমেশন লিকেজ, ইনসাইডার থ্রেট, আইডেন্টিটি থ্রেডসহ ১৪ ধরনের সাইবার ঝুঁকি নির্ণয় করেছে সরকার। এগুলো মোকাবেলার জন্যও কাজ চলছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাইবার সিকিউরিটি ইনডেক্সে ২৭ ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের। কিন্তু এই তথ্য নিয়ে আমরা সন্তুষ্ট হয়ে কার্যক্রম থামাতে চাই না। আরও এগিয়ে যাওয়ার জন্য পরিকল্পিতভাবে কাজ করে যেতে চাই।’
বর্তমান জাতীয় সংসদের অন্যতম তরুণ এই সদস্য বলেন, ‘ডিজিটাল লিটারেসি সেন্টারের মাধ্যমে সাইবার সচেতনতামূলক ক্যাম্পেইন করছি। এটি আরও বাড়ানো হবে। সাইবার নিরাপত্তায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে অংশিদারিত্বমূলক কাজ খুব গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
এস্তোনিয়া, ইউক্রেন ও ইরানের প্রসঙ্গ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল আক্রমণে একটি দেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা যায়। তাই এর ব্যবহারকারীদেরকেই আগে সচেতন করতে হবে। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
ব্যবহারকারীদের মধ্যে ব্যাপকভাবে সাইবার নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে মনে করেন পলক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিসিএ নিয়ন্ত্রক আবু সাঈদ চৌধুরী। আলোচনায় অংশ নেন দৈনিক সমকাল সম্পাদক মুস্তাফিজ শফি, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোল্যা নজরুল ইসলাম, এটুআই সিটিও আরফে এলাহি প্রমুখ।
২০০৪ সাল থেকে আমেরিকা, ২০১১ থেকে নরওয়ে এবং ২০১২ থেকে ইউরোপসহ বিভিন্ন দেশ অক্টোবরকে ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস’ হিসেবে পালন করে আসছে। সাইবার দস্যুতা থেকে নাগরিকদের নিরাপদে থাকতে মাসব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয় এ মাসে।
বাংলাদেশে ২০১৬ সাল থেকে বেসরকারি উদ্যোগে অক্টোবর মাসের কর্মসূচি পালন করে আসছে স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন। মাসব্যাপী এই কর্মসূচিকে দেশের তৃণমূলে পৌঁছে দিতে সম্প্রতি বেসরকারি উদ্যোগে গঠিত হয়েছে ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস বিষয়ক জাতীয় কমিটি ২০২১’।
শুক্রবার সকালে এই কমিটি কর্তৃক ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে অক্টোবর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ‘সচেতন রই #সাইবার_স্মার্ট_হই’ থিমে সারা দেশে এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে জাতীয় কমিটি। সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান, সামাজিক রাজনৈতিক সংগঠনগুলোকে কর্মসূচিতে যোগ দেয়ার আহ্বান জানানো হয়েছে।
জাতীয় কমিটির ওয়েবসাইট cyberawarebd.com থেকে বিনামূল্যে বাংলা টুলকিট ডাউনলোড করে যে কেউ অক্টোবরের ক্যাম্পেইনে যুক্ত হতে পারবেন। সংবাদ সম্মেলনের জানানো হয়, এই টুলকিট বাংলা তৈরির করা উদ্দেশ্য হলো সব শ্রেণি-পেশার মানুষ যেন সহজে সাইবার নিরাপত্তার বিষয়গুলো বুঝতে পারে এবং এর মাধ্যমে নিজেকে সচেতন করার পাশাপাশি আশপাশের মানুষকেও যেন সচেতন করতে পারে।