আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে উদ্যোক্তাদের নিয়ে কাজ করা সংগঠন অন্ট্রাপ্রেনার্স ক্লাব অব বাংলাদেশ (ই-ক্লাব) এর ওমেন্স ফোরামের উদ্যোগে গতকাল রাজধানীর একটি হােটেলে “ই-ক্লাব নারীর কথা – ২০২২” শিরােনামে এক আলােচনা সভার আয়ােজন করা হয়। “নারী-পুরুষের সমতা, টেকসই
আগামীর মূল কথা” – এই প্রতিপাদ্যে এ বছর আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হচ্ছে সারা বিশ্বে। এর ধারাবাহিকতায় অনুষ্ঠানটি আয়ােজন করে সংগঠনটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপাল রাষ্ট্রদূত কুমার রাজ, বাংলাদেশ পুলিশের সিআইডি ফরেনসিক ল্যাবের ডি এন এ এনালিস্ট নুসরাত ইয়াসমিন রূম্পা, লায়ন ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর ৩১৫ বি-১ লায়ন শাহেনা রহমান, ই-ক্লাব প্রেসিডেন্ট মােহাম্মদ শাহরিয়ার খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মারুফ লিয়াকত ও ই-ক্লাবের জেনারেল সেক্রেটারী কামরুল হাসান। এছাড়াও ই-ক্লাব উইমেন্স ফোরামের চেয়ার লাবনী আহমেদ সহ আরও অনেক সফল নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথী কুমার রাজ বলেন, “নারীদের প্রতি শ্রদ্ধা, তাদের কাজের স্বীকৃতি দানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্যে তাদের পাশেই থাকা উচিত সকলের।
ই-ক্লাবের জেনারেল সেক্রেটারী কামরুল হাসান বলেন, নারীর এগিয়ে চলায় আমাদের সবাইকে নিজেদের প্রথাগত ও অনুদার মানসিকতা বদলাতে হবে। আর এজন্য সবার আগে
দরকার এ বিষয়ে সচেতনতা; হােক না তা নারী দিবসকে কেন্দ্র করেই।
অনুষ্ঠানের বিশেষ অতিথী লায়ন শাহেনা রহমান নারী অধিকার রক্ষায় বিশ্বব্যাপি সমতাভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে জেন্ডার-সমতাভিত্তিক একটি বিশ্ব নির্মাণের আহ্বান বলেন, যেখানে কোনাে পক্ষপাত থাকবে না এবং নারীরা সব ধরনের স্টেরিওটাইপ ও বৈষম্য থেকে মুক্ত থাকবে।
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মারুফ লিয়াকত বলেন, অদূর ভবিষ্যতে একটি টেকসই পৃথিবী গড়তে হলে এখনই নারীর প্রতি বৈষম্য কমাতে হবে।
ই-ক্লাব প্রেসিডেন্ট মােহাম্মদ শাহরিয়ার খান বলেন, এদেশের নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় যেমন আমরা স্বাধীনতা অর্জন করেছি, তেমনিভাবে ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্রমুক্ত ও উন্নত-সমৃদ্ধ সােনার বাংলাদেশ গড়ে তােলাও সম্ভব হবে।
অনুষ্ঠানে নিজ নিজ ক্ষেত্রে নিজের যােগ্যতায় এগিয়ে চলা ৫জন নারীকে সম্মাননা জানানাে হয়। অনুষ্ঠানের শেষে এক মনােজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়ােজন করা হয়।