চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে লাইফস্টাইল এক্সপো। আগামী ৩ অক্টোবর সকাল ১১টায় এই এক্সপো উদ্বোধন করবেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এই মেলায় ইন্টেরিয়র, এক্সটেরিয়র, হোম ডেকোরের সব উপকরণ থাকছে। দর্শকরা এই সংক্রান্ত বিভিন্ন সেবা ও পরামর্শ পাবেন মেলায়, থাকছে বৈশ্বিক জীবনধারার বিভিন্ন বিষয়ে প্যানেল আলোচনা ও টকশো। শনিবার (১ অক্টোবর) দুপুরে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেলার আয়োজক নবান্নের প্রধান নির্বাহী দেলোয়ার হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্টেরিয়র কোম্পানি অ্যাসোসিয়েশনের সভাপতি মারুফ লিয়াকত, লাইটিং স্টাইলের স্বত্বাধিকারী মোহাম্মদ আবদুর রাজ্জাক প্রমুখ। এই মেলার স্পন্সর আবুল খায়ের গ্রুপের সিরামিকস স্যানিটারি পণ্য ‘স্টেলা’, আর্টেসি, এসএস স্টিল ইন্ডাস্ট্রি, মিতালি শাওয়ার ও কিচেন।