• বিজ্ঞাপন
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
শুক্রবার, ফেব্রুয়ারী ৩, ২০২৩
ই-কমার্স বার্তা
Advertisement
  • প্রথমপাতা
  • প্ল্যাটফর্ম
  • স্টার্টআপ
  • ই-কমার্স
  • এফ-কমার্স
  • মার্কেটিং
  • লজিস্টিকস
  • ক্যারিয়ার
  • টিপস এন্ড ট্রিকস
  • ই-টক
  • ই-জব
  • ই-রিভিউ
  • ই-অফার
ই-কমার্স বার্তা
  • প্রথমপাতা
  • প্ল্যাটফর্ম
  • স্টার্টআপ
  • ই-কমার্স
  • এফ-কমার্স
  • মার্কেটিং
  • লজিস্টিকস
  • ক্যারিয়ার
  • টিপস এন্ড ট্রিকস
  • ই-টক
  • ই-জব
  • ই-রিভিউ
  • ই-অফার
No Result
View All Result
ই-কমার্স বার্তা
No Result
View All Result

শুরু হল ‘প্রেগনেন্সি মনিটরিং ইনোভেশন চ্যালেঞ্জ ২০২২

প্রকাশক ই-কমার্স বার্তা
১০ সেপ্টেম্বর ২০২২, ০০:৩৮ -
বিভাগ নিউজ আপডেট
0
শুরু হল ‘প্রেগনেন্সি মনিটরিং ইনোভেশন চ্যালেঞ্জ ২০২২
18
শেয়ার
112
পড়েছে
শেয়ারটুইট

গর্ভবতী মাদের গর্ভাবস্থা পর্যবেক্ষণ সেবার উন্নয়নে ও শিশুস্বাস্থ্যের ক্ষেত্রে তথ্য প্রদান এবং জরুরি প্রয়োজনে স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য উদ্ভাবনী আইডিয়ার খোঁজে শুরু হয়েছে ‘প্রেগনেন্সি মনিটরিং ইনোভেশন চ্যালেঞ্জ ২০২২’ শীর্ষক প্রতিযোগিতা। এই লক্ষ্যে প্রযুক্তিগত জ্ঞান ও অনুশীলনের সমন্বয়ে একটি উদ্ভাবনী সমাধান দেশীয় উদ্ভাবকদের কাছ থেকে সংগ্রহের জন্য আজ বৃহস্পতিবার এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম পিএএ।

এটু্আই, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এবং অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলোজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) এর যৌথ উদ্যোগে ‘প্রেগনেন্সি মনিটরিং ইনোভেশন চ্যালেঞ্জ ২০২২’ শীর্ষক এ উদ্ভাবনী প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে এমন একটি উদ্ভাবনী প্রস্তাবনাকে পুরস্কিত করা হবে যার মাধ্যমে প্রতিটি নারীকে তার গর্ভধারণকালীন সময়ে জরুরি সেবা সম্পর্কিত সব তথ্য প্রদান এবং দৈনন্দিন প্রয়োজনে স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিত করা সম্ভব হবে।

দেশীয় উদ্ভাবকদেরকে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আগামী ৮ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে প্রস্তাবনা জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিস্তারিত জানতে ভিজিট করতে হবে: challenge.gov.bd।

উল্লেখ্য, প্রাথমিক যাচাই-বাছাই শেষে উদ্ভাবকদের কাছ থেকে পাওয়া উদ্ভাবনী প্রস্তাবনাগুলো থেকে ১০টি সেরা আইডিয়া প্রদানকারী উদ্ভাবকদের নিয়ে একটি বুটক্যাম্প করা হবে। বুটক্যাম্পে বিচারকদের সামনে উদ্ভাবকেরা তাদের উদ্ভাবনী আইডিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরার সুযোগ পাবেন। এর মধ্য থেকে সর্বোত্তম দু’টি আইডিয়া প্রদানকারীকে পরবর্তী ধাপের প্রতিযোগিতায় অংশ নিতে হবে। এর মধ্য থেকে বিজয়ী আইডিয়া প্রদানকারী প্রতিষ্ঠানকে প্রতিনিয়ত মেনটরিং করার পাশাপাশি প্রস্তাবিত আইডিয়ার গবেষণা ও উন্নয়নের জন্য সীড মানি হিসেবে ১ কোটি টাকা প্রদান করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম পিএএ বলেন, মাতৃত্বকালীন, নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবা যত বেশি বিনিয়োগ করা সম্ভব হবে দেশের উন্নয়নে তত বেশি অবদান রাখবে। দেশের মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে প্রযুক্তিগত ও প্রথাগত পদ্ধতিতে ইতোমধ্যে বেশ কিছু কাজ হয়েছে। আমি আশা করি, আজকের উদ্বোধন হওয়া চ্যালেঞ্জ ফান্ডের মাধ্যমে এমন একটি সিস্টেম তৈরি করা সম্ভব হবে, যাতে গর্ভবতী মহিলাদের প্রয়োজনে তাদের দোরগোড়ায় প্রয়োজনীয় সব পরামর্শ ও সম্পর্কিত সকল সেবা পৌঁছে দেওয়া যাবে।

সভাপতির বক্তব্যে এটুআই এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর স্বাস্থ্যসেবা উন্নয়নে এটুআই-এর গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরে বলেন, বিদ্যমান নাগরিক সমস্যার সমাধানের জন্য এটুআই নিয়মিতভাবে বিভিন্ন চ্যালেঞ্জ প্রতিযোগিতার আয়োজন করছে। সমাজের বৃহৎ সমস্যাগুলো মোকাবেলায় প্রযুক্তির ব্যবহার বিশেষ করে ইলেক্ট্রামেকানিক্যাল ডিভাইস, ইন্টারনেট অব থিংস, নবায়নযোগ্য শক্তি ব্যবহারে বিভিন্ন উদ্ভাবনের অনুসন্ধান, পরিচর্যা এবং ত্বরান্বিত করাই এটুআই এর আইল্যাবের মূল লক্ষ্য। গর্ভবতী মায়েদের গর্ভাবস্থার গুরুত্বপূর্ণ শারীরিক তথ্য যথাযথভাবে সংগ্রহ ও সংরক্ষণের জন্য একটি উপযুক্ত উদ্ভাবনী ডিজিটাল ট্র্যাকিং প্ল্যাটফর্ম নির্মাণ ও বাস্তবায়নের জন্য আজকের এই চ্যালেঞ্জ ফান্ড প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। টেকসই ও সমাজের প্রান্তিক পর্যায়ে বসবাসকারী মাতৃত্বকালীন স্বাস্থ্যগত সমস্যা সমাধানের প্রয়োজনে এসিস্টেমটি নির্মাণ ও বাস্তবায়ন করা গেলে দেশের মাতৃমৃত্যু হার আরো অনেক কমিয়ে আনা সম্ভব হবে।

স্বাস্থ্যসেবায় ২০৪১ সালের বাংলাদেশ কেমন হবে সে সম্পর্কে আলোচনা করতে গিয়ে এটুআই এর পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী বলেন, সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার কাছে মাতৃত্বকালীন, নবজাতক ও শিশুস্বাস্থ্য সম্পর্কিত প্রচুর ডাটা ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো একটি জায়গায় এনে সম্মিলিতভাবে কাজ করতে পারলে মাতৃত্ব ও শিশুস্বাস্থ্য খাতের ব্যাপক উন্নয়ন সম্ভব। এই প্রতিযোগিতা আমাদেরকে এমন একটি সমাধান খুঁজে পেতে সহায়তা করবে যেখানে স্বাস্থ্য খাতের বিভিন্ন সংস্থার কাছে সংরক্ষিত ডাটাগুলোকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা সম্ভব হবে। এছাড়া সম্ভাব্য মায়েদের সাথে যোগাযোগ ও তাদের সচেতনতা বৃদ্ধিতে নিজেদের উদ্ভাবিত প্রযুক্তি ও ডিভাইস দিয়ে একটি নির্ভরযোগ্য, বাজারজাতকরণযোগ্য এবং সাশ্রয়ী সিস্টেম তৈরি করা যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা অনুবিভাগ) নীতিশ চন্দ্র সরকার, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মোঃ সাইদুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু, এনডিসি এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার। এছাড়াও এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এটুআই এর পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী এবং এটুআই ইনোভেশন ল্যাব এর হেড অব টেকনোলজি ফারুক আহমেদ জুয়েল।

এটুআই এর ন্যাশনাল কনসালটেন্ট ডা. শবনম মোস্তারী এর সঞ্চালনায় অনলাইন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এটুআই ইনোভেশন ফান্ড এর প্রধান নাঈম আশরাফী, এটুআই, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, আইসিডিডিআর,বি, ওজিএসবি, স্বাস্থ্য খাতে জড়িত বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ যুক্ত ছিলেন।

পূর্বের সংবাদ

ব্লাডম্যানের ট্যুর ফর সোশাল গুডস সিজন ২ উদ্বোধন

পরের সংবাদ

ন্যাচারালস এর নতুন বিউটি ব্র্যান্ড “পার্ল” এর উদ্বোধন 

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

No Result
View All Result

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • দুই মাসব্যাপী নগদ-রকমারি অনলাইন বইমেলায় ২১% ক্যাশব্যাক
  • ডাক ও টেলিযোগাযোগ পদক ২০২৩ জিতল নগদ
  • ডিজিটাল কমার্স অব দ্য ইয়ার ২০২২’ অ্যাওয়ার্ড পেল শেয়ারট্রিপ
  • যুক্তরাষ্ট্রের ইন্টেলিজেন্ট কোড রিপেয়ার ব্যবহার করবে কনা সফটওয়্যার ল্যাব
  • নগদে কেনাকাটা করে বিপিএল টিকিট জেতার সুযোগ

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • মোনার্ক মার্টের নতুন সিসিও সায়ন এম আনজির হোসেন প্রকাশনায় Mridha
  • শুরু হলো সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথনের তৃতীয় আসর প্রকাশনায় Kazi Shahedul Alam
  • প্রতিটি গ্রাম একদিন ডিজিটাল পল্লী হবে – মোস্তাফা জব্বার প্রকাশনায় Durjay ray
  • দেশের নারী উদ্যোক্তাদের অনন্য মডেল “উই” – জুনাইদ আহমেদ পলক প্রকাশনায় Shormili chowdhury
  • দেশের নারী উদ্যোক্তাদের অনন্য মডেল “উই” – জুনাইদ আহমেদ পলক প্রকাশনায় ফাতেমা বেগম রানী

প্রকাশক: মোহাম্মদ শাহরিয়ার খান – ভারপ্রাপ্ত সম্পাদক: আরেফীন দিপু – বার্তা সম্পাদক: খালিদ সাইফুল্লাহ্

ঠিকানা: আর.এইচ ম্যানশন, বাসা নং: ২০, রোড: ০৩, ব্লক: সি, বনশ্রী, রামপুরা, ঢাকা – ১২১৯
ইমেইল: ecommercebarta@gmail.com (এডিটোরিয়াল) – ফোন: ০১৬৭৬৪৬৪০১১

© ২০২২ ই-কমার্স বার্তা কর্তৃক স্বত্ত্ব সংরক্ষিত- কারিগরী সহযোগি নেক্সক্রাফট লিমিটেড

No Result
View All Result
  • প্রথমপাতা
  • প্ল্যাটফর্ম
  • স্টার্টআপ
  • ই-কমার্স
  • এফ-কমার্স
  • মার্কেটিং
  • লজিস্টিকস
  • ক্যারিয়ার
  • টিপস এন্ড ট্রিকস
  • ই-টক
  • ই-জব
  • ই-রিভিউ
  • ই-অফার

© ২০২১ ই-কমার্স বার্তা - সকল অধিকার সংরক্ষিত । কারিগরী সহযোগী কোডসপাজল