আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতা ও সম্মাননা প্রোগ্রাম “গ্লোবাল মিউজিক এওয়ার্ড” এ সম্মাননা পেলেন সাব্বির নাসির। গ্লোবাল মিউজিক এওয়ার্ড ২০২১ এ “মেইল ভোকালিস্ট” হিসেবে ব্রোঞ্জ মেডেল জিতেন তিনি। ২০২১ সালে গাওয়া “আধা” গানটির জন্য এ ম্বীকৃতি পান সাব্বির নাসির। একই সাথে, আধা গানটির অসাধারন ভিডিওগ্রাফির জন্য মিউজিক ভিডিও পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল ব্রোঞ্জ মেডেল পান।
উল্লেখ্য, “গ্লোবাল মিউজিক এওয়ার্ড” একটি আন্তর্জাতিক স্বীকৃত সংগীত প্রতিযোগিতা ও সম্মাননা আয়োজন যা ২০১১ সালে প্রতিষ্ঠা করেন থমাস বেকার। এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিভাবান মিউজিশিয়ানদের সম্মাননা দেওয়া হয়। গ্লোবাল মিউজিক এওয়ার্ডের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতির শিল্পীগণ আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেন।
প্রকাশক: মোহাম্মদ শাহরিয়ার খান – ভারপ্রাপ্ত সম্পাদক: আরেফীন দিপু – বার্তা সম্পাদক: খালিদ সাইফুল্লাহ্
ঠিকানা: আর.এইচ ম্যানশন, বাসা নং: ২০, রোড: ০৩, ব্লক: সি, বনশ্রী, রামপুরা, ঢাকা – ১২১৯
ইমেইল: ecommercebarta@gmail.com (এডিটোরিয়াল) – ফোন: ০১৬৭৬৪৬৪০১১