বিনিয়োগকারীরা বিনিয়োগ করলে ইভ্যালি আবার ঘুরে দাঁড়াতে পারবে বলে জানিয়েছেন হাইকোর্ট নিযুক্ত ইভ্যালি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান দায়িত্ব সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। শুক্রবার ধানমণ্ডিতে ইভ্যালির কার্যালয়ে অডিটসহ ইভ্যালির সর্বশেষ সার্বিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
তিনি বলেন, সিইও রাসেল আমাদের বলেছেন তিনি ইনভেস্টর আনতে পারবেন যারা বিনিয়োগ করতে রাজী। বিনিয়োগকারীরা আসলে হয়ত ইভ্যালির ব্যবসা আবার চালু হবে।
গ্রাহকরা তাদের টাকা ফেরত পাবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের মানিক বলেন, এটা পুরোটা নির্ভর করছে ইনভেস্টরদের ওপরে। তারা ইনভেস্ট করলে ইভ্যালি চালু হবে।
তিনি আরও বলেন, ইভ্যালির ব্যাংক একাউন্টে কোনো টাকা নেই। দুইটি ওয়ারহাউজে ২৫ কোটি টাকার পণ্য আছে এবং কয়েকটি গাড়ি আছে। নতুন বিনিয়োগকারী না আনতে পারলে গ্রাহক ও মার্চেন্টদের পাওনা টাকা পরিশোধ করা সম্ভব নয়।