উৎসবমুখর পরিবেশে ই-ক্যাব নির্বাচনে প্রথম দিনেই মনোনয়নপত্র বিক্রি হয়েছে ১৭টি। ই-ক্যাব নির্বাচন বোর্ডের সচিব মো: আব্দুল আজিজ এর সূত্রে জানা গেছে, এই ১৭ জন হলেন শমী কায়সার (ধানসিড়ি ডিজিটাল), মোহাম্মদ সাহাব উদ্দীন (ডায়বেটিক স্টোর), সাইদ রহমান (ডিজিটাল হাব), ওয়াসিম আলিম (বাংলামেডস), নাসিমা আক্তার (রিভেরি করপোরেশন), জিয়া আশরাফ (চালডাল), মরিন হোসেন তালুকদার (সিলভার ওয়াটার টেকনোলজি), মো: তাসদীখ হাবীব
(ক্লিন ফোর্স লিমিটেড), জিসান কিংশুক হক (আরটিএস এন্টারপ্রাইজ) ফাতিমা বেগম (আদি বিডি), মোজাম্মেল হক মৃধা (কিনলে ডট কম), বিপ্লব ঘোষ রাহুল (ই-কুরিয়ার), মোহাম্মদ ইলমুল হক (সেবা এক্সওয়াইজেড), আসিফ আহনাফ (ব্রেকবাইট), এএম ইশতিয়াক সারোয়ার (সফট টেক ইনোভেশন লিঃ | আমার পে), আবু সুফিয়ান নিলোভ (নিজল ক্রিয়েটিভ) এবং মো. তাজুল ইসলাম (আই এক্সপ্রেস)।
১০ মে ২০২২ নির্বাচন বোর্ড সভায় ই-কমার্স এ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ তথা ই-ক্যাবের ২০২২-২৪ মেয়াদের জন্য তথা ৪র্থ দ্বি-বার্ষিক নির্বাচন ২০২২ এর চূড়ান্ত ভোটার তালিকা অনুমোদিত হয়। নির্বাচনের ১২০ দিন আগে যারা নতুন সদস্য হয়েছেন এবং নির্বাচনের ৬০ দিন আগে যারা সদস্যপদ নবায়ন করেছেন বাণিজ্য সংগঠন বিধি ১৯৯৪ অনুসারে তাদেরকে অন্তভূক্ত করে গত ২১ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়। গত ২৮ এপ্রিল তারিখের মধ্যে যারা প্রাথমিক ভোটার তালিকায় ভুল শুদ্ধকরণ ও নাম সংযোজনের আবেদন করেন তাদের যথাযথ আবেদনসমূহ গত ৭ মে আপিল বোর্ডের শুনানীতে চূড়ান্ত করা হয়। নির্বাচন বোর্ড ১০ মে ৭৯৫ জনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন।
একটি মন্তব্য
A M Ishtiaque sarwar is a fraud. He used to open several e-commerce and integrate his gateway aamarpay in those e-commerce and told all the customers that they were following escrow service announced by the commerce ministry and ecab. But after getting a vast amount of order the merchants appointed by him was completely disappeared. When customer asked them for their money they told to get refund ther customera need merchants confirmation but the merchants were his pupet and already disappeared. When the customers used to take the help of commerce ministry they told theyalready disburse the money to the merchants without customer confirmation exp. Astharprotik.com. on the other hand for Bangladesh deal he used different tactics. As usual the merchant was disappeared. Suddenly he make a contact to the commerce ministry and assured that they will provide refund list… But in reality they provide refund in a small amount. Such as they provide only 50-60 invoice which are about 1500-2000 amount.. Here the total number of invoices are more than 1000. As they contact with the Commerce ministry the ministry put them into positive list and dont take steps to refunds our money under the law as the aamarpay gateway and Bangladeshdeal used to provide wrong information constantly…. The result is… Bangladeshdeal merchant is out of contact.. And the amount is in the pocket of A M Ishtiaque Sarwar.