দেশীয় লেদার ফুটওয়্যার প্রতিষ্ঠান “এস এস বি লেদার” এর নতুন একটি শো-রুম উদ্বোধন করা হয়েছে রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার আরিয়ান আহমেদ সহ প্রতিষ্ঠানটির উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং কর্পোরেট জগতের পরিচিত ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ইতিমধ্যে ঢাকার মধ্যে ৩টি শো-রুম রয়েছে প্রতিষ্ঠানটির। অল্প সময়ের মধ্যেই গ্রাহকদের গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে এস এস বি লেদারের সামগ্রী। যাত্রা শুরুর পর থেকে গ্রাহকদের চাহিদা, রুচিশীলতা, আধুনিকতা ও আয়ের সক্ষমতার কথা বিবেচনায় রেখে প্রায় ২০০ মডেলের আধুনিক ডিজাইনের পুরুষ, মহিলা ও শিশুদের জন্য লেদারের পণ্য সামগ্রী, জুতার কালেকশন রয়েছে শো-রুম গুলোতে। এস এস বি লেদারের নিজস্ব ফ্যাক্টরীতে উন্নত প্রযুক্তিতে তৈরি প্রত্যেকটি শো-রুমে জুতা ছাড়াও রয়েছে ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের লেদার সামগ্রী,জুতা,বেল্ট, ট্রাভেল ব্যাগ ছাড়াও নারীদের জন্যেও রয়েছে নান্দনিক মডেলের লেদারের পণ্য।
শো-রুম উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার হিসেবে থাকছে মূল্যছাড়, ফ্রি তে প্রিভিলেজ কার্ড এবং নগদ টাকা ভাউচার। এস এস বি লেদারের ঠিকানাঃ বসুন্ধরা সিটি শপিংমলের লেভেল ৬, ব্লক-সি, দোকান নং ৫৮।