
সোমবার মাইক্রোসফট ঘোষণা দিয়েছে যে তারা অন্যতম প্রথম বড় প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে xAI-এর তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) মডেল Grok-এর ব্যবস্থাপনা সুবিধা দিতে শুরু করেছে। xAI হলো ইলন মাস্কের AI স্টার্টআপ। Grok 3 এবং এর হালকা সংস্করণ Grok 3 Mini এখন পাওয়া যাবে মাইক্রোসফটের Azure AI Foundry প্ল্যাটফর্মে। মাইক্রোসফট জানিয়েছে, Azure-এর অন্যান্য সেবার মতোই এই মডেলগুলোও ব্যবহারকারীদের নির্দিষ্ট মানের সেবা (Service-Level Agreement) দেবে, এবং এর বিলিংও মাইক্রোসফটের মাধ্যমেই হবে।
Grok-এর কথা প্রথম বলা হয় যখন ইলন মাস্ক এটি তৈরি করার ঘোষণা দেন। তিনি বলেন, এটি হবে একটু “এগিয়ে থাকা”, নিষ্কণ্টক নয়, এবং অনেক বিতর্কিত প্রশ্নের উত্তর দিতেও পিছপা হবে না — যা অন্য অনেক AI মডেল এড়িয়ে চলে। উদাহরণস্বরূপ, যদি কেউ চায় মডেলটি অশ্লীল ভাষা ব্যবহার করুক, তাহলে Grok তা করতেও পারে। SpeechMap নামের একটি গবেষণায় দেখা গেছে, সংবেদনশীল বিষয় নিয়ে Grok 3 অনেক বেশি “সহনশীল” বা উদার মডেল। তবে এই AI মডেলটি নিয়ে বিতর্কও কম হয়নি। সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়, কেউ অনুরোধ করলে Grok নারীদের ছবি “Undress” করতে পারে। আবার ফেব্রুয়ারিতে এটি কিছু সময়ের জন্য ডোনাল্ড ট্রাম্প বা ইলন মাস্ক সম্পর্কে নেতিবাচক মন্তব্য সেন্সর করছিল। এমনকি, সম্প্রতি এটি দক্ষিণ আফ্রিকায় “সাদা গণহত্যা”র মতো বিভ্রান্তিকর বিষয় বারবার উল্লেখ করছিল — যদিও পরে বলা হয়, এটি একটি অননুমোদিত পরিবর্তনের কারণে হয়েছে।
তবে Azure AI Foundry-তে থাকা Grok 3 এবং Grok 3 Mini তুলনামূলকভাবে অনেক বেশি নিয়ন্ত্রিত ও নিরাপদ। এর সঙ্গে অতিরিক্ত সুবিধা হিসেবে থাকছে ডেটা ইন্টিগ্রেশন, কাস্টমাইজেশন, এবং নিয়ন্ত্রণ ব্যবস্থাও — যা xAI নিজে সরাসরি API-এর মাধ্যমে দেয় না। এই পদক্ষেপ মাইক্রোসফটের Azure ব্যবহারকারীদের জন্য আরও একটি নতুন শক্তিশালী AI টুলের দরজা খুলে দিল।