নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রুততম সময়ে পৌঁছে দেওয়ার জন্য নতুন কার্যক্রম চালু করতে চলেছে দেশের অন্যতম জনপ্রিয় ইকমার্স ভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালি।
ইভ্যালিতে আপনার বিশ্বস্ত সুপার শপ স্বপ্ন এখন থেকে প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় পণ্য, মাছ, মাংস ও অন্যান্য গ্রোসারি প্রোডাক্টর বাসায় বসে অনলাইনে অর্ডারকৃত মাত্র ১ ঘণ্টায় ক্রেতাদের বাসায় পৌঁছে দিবে। ফলে অনলাইনে কেনা গ্রোসারি ডেলিভারি পেতে ক্রেতাদের আর কয়েক দিন বা ঘণ্টা অপেক্ষা করতে হবে না।
মোহাম্মদ রাসেল বলেন, গ্রাহকদের ক্যাশব্যাক অফার দিচ্ছি যেন তারা ঘরে বসেই অনলাইনে পণ্য কিনতে আরোও বেশি আগ্রহী হন। কেনাকাটা নগদে পেমেন্ট করে ১০% (৫০০ টাকা পর্যন্ত)পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহক। সাথে থাকছে প্রিমিয়াম কাস্টমার সার্ভিস ও লয়ালটি রিওয়ার্ড পয়েন্টস।
উল্লেখ্য, সকাল ১০ টা থেকে ২ টার মধ্যে অর্ডার করলে ১ ঘন্টাতেই ডেলিভারি, এর পরে অর্ডার করলে পরবর্তি দিন প্রোডাক্ট ডেলিভারি করা হবে।
একটি মন্তব্য
এই কথা টা যদি রাসেল সাহেবের হয় তা হলে —
কাম সারা।।
আর ক্যাশব্যাক কি?
ফাইলামতি করে রাসেলে—-
লক্ষ লক্ষ টাকা ক্যাশব্যাক পরে আছে কোন কাজে লাগানো যাচ্ছে না।
সে আবার ক্যাশব্যাক নিয়া আইছে।