আগামী ১৪ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানের আয়োজন করার ঘোষণা দিয়েছে অ্যাপল। ‘ক্যালিফোর্নিয়া স্ট্রিমিং’ শীর্ষক এই অনুষ্ঠানটি আগে থেকেই রেকর্ডেড থাকবে এবং একাধিক প্ল্যাটফর্মে একসাথে স্ট্রিমিং করা হবে। খবর জিএসএম এরিনা।
যেহেতু এটি সেপ্টেম্বরের অনুষ্ঠান, তাই নিশ্চিতভাবে ধারণা করা করা যায় যে এই অনুষ্ঠানে অ্যাপল নতুন প্রজন্মের আইফোন উন্মোচন করতে যাচ্ছে। আর এই ফোনের নামকরণ হতে পারে ‘আইফোন ১৩’।
নতুন আইফোন সম্পর্কে এখনও বিস্তারিত কিছু না জানা না গেলেও শোনা যাচ্ছে অন্তত প্রো মডেলে হাই-রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকবে। এছাড়া থাকবে উন্নত ক্যামেরা এবং দ্রুতগতির চিপসেট।
জানা গেছে, উক্ত অনুষ্ঠানে নতুন সংস্করণের অ্যাপল ওয়াচ উন্মোচন করতে যাচ্ছে অ্যাপল। গত বছরের সেপ্টেম্বরে অ্যাপল ওয়াচ ৬ উন্মোচন করেছিলো প্রযুক্তি জায়ান্টটি। বরাবরের মতো এবছরও একাধিক নতুন সেন্সর যুক্ত হতে পারে।
আগের মতোই অনুষ্ঠানে আইওএস ১৫, আইপ্যাডওএস ১৫, ওয়াচওএস ৮ এবং ম্যাকওএস মন্টেরিসহ সকল অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ উন্মোচনের তারিখ ঘোষণা হতে পারে।