বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে (ই-কেওয়াইসি) বিকাশে যুক্ত হয়েছেন এমন গ্রাহকদের জন্য ডিজিটাল ঋণ চালু করেছে সিটি ব্যাংক। যাঁরা বিকাশ অ্যাপস ব্যবহার করছেন ও নিয়মিত বিভিন্ন ধরনের লেনদেন করেন, তাঁরাই শুধু এ ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এসব গ্রাহক বিকাশ অ্যাপসের ‘লোন’ বিভাগে কয়েক ক্লিকেই তাৎক্ষণিক ঋণ নিতে পারেন। এ জন্য কোনো নথিপত্র ও নমিনি বা জামিনদার লাগবে না।
সিটি ব্যাংক ও বিকাশের নতুন এই সেবা চালুর মাধ্যমে ডিজিটাল ক্ষুদ্রঋণের যুগে প্রবেশ করল বাংলাদেশ। নানা মানদণ্ডের ভিত্তিতে বিকাশের উপযুক্ত গ্রাহকেরা ৯ শতাংশ সুদে ৫০০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাবেন। ঋণের মেয়াদ সর্বোচ্চ তিন মাস।
তবে সবাই এই ঋণ পাচ্ছেন না। বিকাশের লেনদেন পর্যালোচনা করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ধারণ করে দিচ্ছে কারা ঋণ পাবেন। যাঁরা প্রচলিত পদ্ধতিতে কেওয়াইসি সম্পন্ন করে গ্রাহক হয়েছেন, তাঁদের জন্য ই-কেওয়াইসির মাধ্যমে পুনরায় নিবন্ধনের উদ্যোগ নেবে বিকাশ কর্তৃপক্ষ।
সূত্রঃ প্রথম আলো