দেশীয় ইলেকট্রনিকস পন্য নির্মাতা ওয়ালটন গ্রুপের ই-কমার্স প্রতিষ্ঠান ওয়ালকার্ট এর পন্য দেশের ৬৪ জেলায় নিজস্ব কর্মী ও বাহনের মাধ্যমে ডোর-টু-ডোর ডেলিভারি পৌছে দিবে দেবে পেপারফ্লাই কুরিয়ার। ২৫ আগস্ট রোজ বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ওয়ালটনের কার্যালয়ে ওয়ালকার্ট ও পেপারফ্লাই এর মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
উক্ত চুক্তিতে ওয়ালটনের পক্ষ হতে উপস্থিত ছিলেন ওয়ালকার্টের ম্যানেজিং ডিরেক্টর সাবিহা জারিন অরনা ও পেপারফ্লাইয়ের পক্ষ হতে প্রতিষ্টানটির জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম ফাহমি।
মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম জানান, “দেশে নতুন কোনো ই-কমার্স মার্কেটপ্লেস আসলে আমার তাদের পণ্য পরিবহনে সহায়তা করি। ওয়ালটনের ই-কমার্স প্রতিষ্টান ওয়ালকার্টের পন্য ও সারাদেশে ডেলিভারি করবে পেপারফ্লাই কুরিয়ার।”
উল্লেখ্য যে, দেশের অন্যতম শীর্ষ ইলেকট্রনিকস ও প্রযুক্তি পণ্য উৎপাদন, বিপণন ও রফতানিকারক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ওয়ালকার্ট একটি পূর্ণাঙ্গ অনলাইন ইকমার্স মার্কেটপ্লেস।