আগামি ১০ আগস্ট প্রিয়মুখ প্রকাশনীর ১০ বছরে পদার্পন উপলক্ষ্যে শুরু হলো প্রিয়মুখ -রকমারি বুক রিভিউ উৎসব। রিভিউ এ অংশগ্রহণকারীদের জন্য থাকছে সর্বমোট ৬০ টি পুরস্কার।
১১ আগস্ট ২০২১ এর মধ্যে বইয়ের ভিডিও অথবা লিখিত রিভিউ পাঠানো যাবে। এক্ষেত্রে শুধুমাত্র প্রিয়মুখ প্রকাশনী থেকে প্রকাশিত বইগুলোর উপর রিভিউ দেওয়া যাবে। তবে একজন ব্যক্তি একাধিক রিভিউও করতে পারবেন।
১ম,২য় এবং ৩য় পুরস্কার হিসেবে যথাক্রমে থাকছে নগদ ৫০০০,৩০০০ ও ২০০০ টাকা । ৪র্থ থেকে ১০ম স্থান অর্জনকারী মোট ৭ জনকে বই এবং বাকী ৫০ জনকে স্পেশাল টি-শার্ট দেওয়া হবে।
প্রিয়মুখ প্রকাশনীর বইয়ের তালিকা নিচের লিংকেঃ https://www.rokomari.com/book/publisher/1683/priyomukh
❣ লিখিত ও ভিডিও উভয় ক্ষেত্রেই রিভিউটি পোস্ট করতে হবে রকমারি বুক ক্লাবের ফেসবুক গ্রুপে। গ্রুপের লিংক- https://www.facebook.com/groups/3267282149975676
❣ গ্রুপে যে কোন রিভিউ পোস্ট করার পূর্বে
#priyomukh_rokomari_book_club_review_2021 হ্যাশ্যটাগটি ব্যবহার করতে হবে।
বিস্তারিতঃ https://blog.rokomari.com/others/priyomukh-rokomari-book-review-contest-2021/