ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিশু-কিশোরদের অংশগ্রহণ নিশ্চিতে শিশু-কিশোরদের নিয়ে ফ্রি কোডিং কর্মশালার আয়োজন করে মালয়েশিয়া ভিত্তিক প্রতিষ্ঠান ইয়ুথ হাব ও হুইসেল।
এই কর্মশালায় ৬২ জন শিশু-কিশোর ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন। ৩০ জুলাই শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭.৩০ এ ভার্চুয়ালি কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
আনিকা নায়ার তুর্ণার সঞ্চালনায় কর্মশালায় হুইসেল এর প্রতিষ্ঠাতা ও সিইও আরেফীন দিপু ও ইয়ুথ হাবের কোষাধ্যক্ষ রাদিয়া রাইয়ান চৌধুরী শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তিন ঘন্টা ব্যাপী কর্মশালাটি পরিচালনা করেন ইয়ুথ হাবের সভাপতি পাভেল সারওয়ার, ক্ষুদে কোডার নুসাইবা, সারাফ ও সিনান।
ভার্চুয়ালি শুরু হওয়া এই কর্মশালাটি দুইমাস ব্যাপী চলবে। কর্মশালায় স্ক্র্যাচ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং ও এপইনভেন্টর শেখানো হচ্ছে বলে জানিয়েছেন ইয়ুথ হাবের প্রেসিডেন্ট পাভেল সারওয়ার।
মালয়েশিয়া ভিত্তিক তথ্য-প্রযুক্তিভিত্তিক সংগঠন ইয়ুথ হাব স্কুল পর্যায়ে, বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের মাঝে উদ্ভাবন, তথ্যপ্রযুক্তি শিক্ষা নিয়ে কাজ করছে।