আগামী ১৫ জুলাই এক ভার্চুয়াল লঞ্চিং অনুষ্ঠানের আয়োজন করেছে আসুস। এই অনুষ্ঠানে ভারতের শিক্ষার্থীদের জন্য নতুন পণ্য উন্মোচন করতে যাচ্ছে কোম্পানিটি। খবর জিএসএম এরিনা।
আসুস অবশ্যই আগামী বৃহস্পতিবার কী কী পণ্য উন্মোচন করতে যাচ্ছে সেটির উল্লেখ করেনি। তবে সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, এসব পণ্য ডিজিটাল শিক্ষার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।
নতুন এই পণ্যগুলো শুধুমাত্র ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি করা হবে। টিজার ছবিতে নতুন ক্রোমবুকের প্রতি ইঙ্গিত পাওয়া গেছে, একইসাথে ট্যাবলেটও উন্মোচিত হতে পারে।
এখনও যেহেতু প্রায় চার দিন বাকি রয়েছে, ফলে এই সময়ের মধ্যে নতুন পণ্যগুলোর আরও কয়েকটি টিজার প্রকাশ হতে পারে। একইসাথে পণ্যগুলোর বিভিন্ন তথ্য প্রকাশ হতে পারে।