বিকাশ অ্যাপ রেফার করলেই ১০০ টাকা পর্যন্ত বোনাস পাওয়া যাবে বলে জানিয়েছে বিকাশ। এক্ষেত্রে কোনো গ্রাহকের রেফার করা লিংক থেকে কেউ বিকাশ অ্যাপ ডাউনলোড এবং লগ ইন করে লেনদেন করলেই পাওয়া ১০০ টাকা বোনাস।
অফারের সময়সীমা:
সেপ্টেম্বর ৩০, ২০২১ পর্যন্ত
অফারের বিস্তারিত:
১। গ্রাহকের রেফার করা লিংক থেকে নতুন গ্রাহক বিকাশ অ্যাপ ডাউনলোড এবং লগ ইন করে লেনদেন করলেই পাওয়া যাবে ১০০ টাকা বোনাস।
২। এজন্য গ্রাহকের বিকাশ অ্যাপ থেকে সম্ভাব্য নতুন গ্রাহককে রেফারেল লিংক পাঠাতে পারবেন (Menu>Refer bKash App)। রেফারকারী ব্যক্তি এসএমএস, সোশ্যাল মিডিয়া, চ্যাট ইত্যাদি মাধ্যমে রেফারেল লিংক শেয়ার করতে পারবেন। এবং এই লিংক থেকে সফল লগ ইন ও লেনদেনের জন্য রেফারকারী বোনাস পাবেন।
৩। প্রতিটি সফল রেফারেলের জন্য ১০০ টাকা বোনাস পাওয়া যাবে।
অফারের শর্তাবলি:
১। অফার চলাকালীন প্রতিটি সফল রেফারেলের জন্য রেফারকারী ১০০ টাকা বোনাস পাবেন। অর্থাৎ এই সময়ের মধ্যে রেফার করা লিংক থেকে বিকাশ অ্যাপ ডাউনলোডের মাধ্যমে সফল লগ ইন ও লেনদেনের ক্ষেত্রে বোনাস পাওয়া যাবে। এক্ষেত্রে শুধুমাত্র রেফারকারী বোনাস পাবেন।
২। অফার চলাকালীন যতো খুশি অ্যাপ রেফার করা যাবে।
৩। নন-বিকাশ গ্রাহকদের জন্য অফারটি প্রযোজ্য নয়।
৪। প্রতি সফল রেফারেলের ভিত্তিতে নতুন গ্রাহকের অ্যাপ লগ ইন ও লেনদেনের জন্য ২ কর্ম দিবসের মধ্যে বোনাস দেওয়া হবে।
৫। যে ডিভাইসে কখনো বিকাশ অ্যাপ ব্যবহার করা হয়নি এমন ডিভাইসে বিকাশ অ্যাপ ডাউনলোড করে প্রথমবার লগ ইন করতে হবে।