ই-কমার্সভিত্তিক ব্যবসায় প্রতিষ্ঠান ফুডপান্ডা সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ফুডপান্ডা অনলাইনভিত্তিক খাবার অর্ডার,গ্রহণ ও খাবার সরবরাহকারী একটি প্রতিষ্ঠান বা কোম্পানি। যেটি মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে খাবারের অর্ডার গ্রহণ করে এবং তা হোম ডেলিভারি সেবার মাধ্যমে গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেয়।
প্রতিষ্ঠানের নাম– Food Panda
পদের নাম– key account manager
পদের সংখ্যা- উল্লেখ নেই
কাজের ধরন– পূর্ণকালীন
কর্মস্থল– ঢাকা
আবেদন যোগ্যতা
১। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং এ স্নাতক ডিগ্রি থাকতে হবে।
২। সংশ্লিষ্ট বিষয়ে ২-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৩। আগ্রহী প্রার্থীকে Corporate sales,relationship management /key account management, sales & marketing এ অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
৪।পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন।
৫। বাংলা ও ইংরেজিতে মৌলিক জ্ঞান থাকতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন বিডি জবসের মাধ্যমে।
বেতন ও সুযোগ সুবিধা
১। বেতন-আলোচনা সাপেক্ষে
২। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান।
৩। বেতন পুনর্বিবেচনা-বাৎসরিক
৪। উৎসব ভাতা-২
আবেদনের শেষ তারিখঃ
২০ আগস্ট ২০২১
সূত্রঃ bdjobs.com