দেশের সর্ববৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশের অ্যাপে লাইভস্ট্রিমিং চালু করা হয়েছে। অ্যাপের মাধ্যমে ক্রেতারা লাইভস্ট্রিমে কমেন্ট করে পুরস্কার জিততে পারবেন। গতকাল ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে দারাজ বাংলাদেশ এর লাইভস্ট্রিমিং শো। লাইভ স্ট্রিমিং শো তে থাকছে ট্রেন্ডি ফ্যাশন পণ্যের রিভিউ ও ডিসকাউন্টে পণ্য অর্ডারের সুযোগ। এছাড়াও লাইভে কমেন্ট করে গ্রাহকর জিততে পারেন ফোকাল্লুর গিফট হ্যাম্পার, এম আই স্পিকার, হায়লো জিটি ট্রু৷ ওয়ারলেস ইয়ারফোন, টুয়েলভ ক্লোথিং এর ড্রেস, নোহা ননস্টিক কিচেন সহ আরো আকর্ষণীয় সব পুরষ্কার।
উল্লেখ্য, দারাজ বাংলাদেশ ফেইসবুক লাইভ স্ট্রিমিং আড্ডার প্রথম দিনে ক্রেতাদের সাথে ছিলেন রাফসান সাবাব। লাইভটি দারাজ বাংলাদেশের ফেসবুক পেজ ও দারাজ অ্যাপে দেখা যাবে।