কিছু প্রতিষ্ঠান, পণ্য, উদ্যোগ সম্পর্কে সবাই জানে। আবার মানে ভালো কিন্তু প্রচারণার অভাবে কিছু পণ্য বা উদ্যোগ সম্পর্কে অনেকেই জানেনা। বর্তমান যুগ প্রযুক্তির অগ্রগতির যুগ। অধিকাংশ মানুষ পণ্য সম্পর্কে বিভিন্ন ডিজিটাল মাধ্যমে জেনে নিয়ে কিনেন অথবা সেখানে কিছু ভালো লাগলে কেনার সিদ্ধান্ত নেন। তাই পণ্য/সেবার মার্কেটিং করার জন্য ডিজিটাল মাধ্যম সম্পর্কে জ্ঞান রাখতে হবে। সেগুলো ব্যবহার করার দক্ষতা থাকতে হবে।
নামী-দামী বিভিন্ন ব্রান্ড থেকে শুরু করে প্রায় সব প্রতিষ্ঠানই ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় বিজ্ঞাপন প্রচারের পেছনে ব্যয় করে থাকেন। পণ্যের ধরণ অনুযায়ী বিজ্ঞাপন এর ধরণ ভিন্ন ভিন্ন হয়। এসব বিজ্ঞাপন গ্রাহককে তাদের পণ্যটি কেনার জন্য মানসিকভাবে প্রভাবিত করে। নাহলে তো তারা শুধু শুধু এভাবে বিজ্ঞাপনের জন্য এত টাকা বাজেট রাখতো না।
এখন প্রশ্ন থাকতে পারে আপনি সবে উদ্যোগ বা ব্যবসায় শুরু করেছেন। আপনার বিজ্ঞাপনের পেছনে খরচ করার মত অর্থ বা সামর্থ্য কোনোটাই নেই। মার্কেটিং মানেই যে মিডিয়ায় বিজ্ঞাপন তা কিন্তু নয়। বিভিন্ন সামাজিক মাধ্যমেও কিন্তু সহজেই প্রচারণা করা যায়। কারণ সবচেয়ে বেশি মানুষ ভিজিট করে। তাই জেনে নিন ডিজিটাল মার্কেটিং কিভাবে করবেন-
ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে
সামাজিক মাধ্যমে পেইজ বা গ্রুপ ক্রিয়েট করে পণ্যের প্রচারণা করা যায়। পেইজ বা গ্রুপের জন্য প্রথমেই পণ্যের সাথে সম্পর্কিত একটি সুন্দর নাম বাছাই করতে হবে। নামের সাথে সম্পর্কিত লগো বানিয়ে নিতে হবে।পেইজের ডোমেইন রেজিস্ট্রেশন করে নিলে আরো ভালো। এর জন্য খুব বেশি খরচ করতে হবেনা। তৈরি হয়ে গেলে সম্ভাব্য সকল ক্রেতাকে পেইজ/গ্রুপে আমন্ত্রণ জানাতে হবে। তারপর পণ্যের ছবি তুলে নিয়মিত পেইজে পোস্ট করতে হবে। ছবি তুলার ক্ষেত্রে আলোর বিষয়ে সচেতন থাকতে হবে। পণ্যের সঠিক রংটি যাতে বুঝা যায় এমনভাবে ছবি তুলতে হবে। প্রতিটি ছবিতে লগো ব্যবহার করতে হবে। কখন পোস্ট করলে বেশি রিচ হবে তাও জানতে হবে। পেইজের পেইড বুস্টিং করেও বেশি মানুষের কাছে প্রচারণা করা যায়। এতে সবাই আপনার পন্য সম্পর্কে জানবে।
নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে
উদ্যোগকে আরেকটু বড় করতে চাইলে প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট বানিয়ে নিতে হবে। প্রতিষ্ঠানের কি কি পণ্য আছে, সেগুলোর মূল্য, অর্ডার করার প্রক্রিয়া সব ওয়েবসাইটে খাকবে। ওয়েবসাইটে সবগুলো পণ্য সম্পর্কে বিস্তারিত সব তথ্য দিয়ে রাখতে পারেন।
গুগল এডভারটাইজিং
গুগলের কিছু এডভারটাইজমেন্ট সার্ভিস আছে। সেসব সাইটে মানুষ সচরাচর ভিজিট করে সেখানে এড যুক্ত করে দেয়া হয়। এর জজন্য মূল্য পরিশোধ করতে হবে। সেগুলো ব্যবহার করেও আপনি পণ্যের প্রচার করতে পারেন। যে মাধ্যমেই প্রচার করতে চান প্রচার বাবদ একটা নির্দিষ্ট বাজেট কিন্তু আগেই ঠিক করে নিতে হবে।