‘ফোকাস মোড’ নামে নতুন ফিচার উন্মোচন করেছে ভিডিও কনফারেন্সিং সেবাদাতা জুম। ফিচারটি চালু থাকলে বৈঠক চলাকালে মনোযোগ যাতে নষ্ট না হয়, সেজন্য শুধু হোস্ট বা একজনের পর্দা সচল থাকবে। বাকিদের পর্দা সচল থাকলেও হোস্ট বাদে অংশগ্রহণকারীরা কেউ একে অন্যকে দেখতে পাবেন না।
প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, এভাবে একজন শিক্ষক জুমে ক্লাস চলাকালে শিক্ষার্থীদের মনোযোগ নিজের দিকে ধরে রাখতে পারবেন। শিক্ষক সবাইকে দেখতে পেলেও, শিক্ষার্থীরা শুধু শিক্ষককে দেখতে পারবেন। শিক্ষককে দেখার পাশাপাশি প্রেজেন্টেশন এবং নিজেকে দেখার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
অন্য যে যে শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন, তাদের নাম দেখা যাবে এবং ইমোজি প্রতিক্রিয়া দেখা যাবে।
একই নিয়ম খাটবে অন্য যে কোনো বৈঠকের ক্ষেত্রেও। হতে পারে সেটি পারবারিক কোনো কনফারেন্স কল বা ছোট ব্যবসায়িক বৈঠক।
ফোকাস মোড ফিচারটি বক্তব্য শুরু করার আগে চালু করে নেওয়া যাবে বলেই উল্লেখ করেছে এনগ্যাজেট। ফিচার বন্ধ করে নিলেই বৈঠকে অংশগ্রহণকারীরা একে অন্যকে দেখতে পারবেন। ফিচারটি যে শুধু জুম ডেস্কটপ ক্লায়েন্টের জন্যই আসছে, সেরকমই ইঙ্গিত মিলেছে। বিনামূল্যের জুম অ্যাকাউন্টেও সুবিধাটি মিলবে বলে ধারণা করা হচ্ছে।
কোভিড-১৯ মহামারীর মুখে বিশ্বের বহু মানুষ দূর-থেকে-কাজ এবং পড়ালেখায় অংশ নিচ্ছেন। বহু শিক্ষার্থীকে শিক্ষার জন্য এখনও নির্ভর করতে হচ্ছে জুম, গুগল ক্লাসরুমের মতো সেবাগুলোর উপর।