মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোন ও রবিকে টপকে গত অর্থবছরে সবচেয়ে বেশি মূল্য সংযোজন কর (ভ্যাট) দিয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)। প্রতিষ্ঠানটি মোট ২৪,৯১১ কোটি টাকা ভ্যাট দেয়। ৪,৪৮৫ কোটি টাকা ভ্যাট দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে গ্রামীণফোন। তৃতীয় অবস্থানে থাকা রবি ভ্যাট দিয়েছে ২,৩৪৪ কোটি টাকা।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ ২০২০-২১ অর্থবছরে মোট ৯৭ হাজার ৫০৯ কোটি টাকার ভ্যাট ও সম্পূরক শুল্ক আদায় হয়েছে। যার প্রায় ৪০ শতাংশই এসেছে ভ্যাটের বৃহৎ করদাতা ইউনিটে (এলটিইউ) নিবন্ধিত শীর্ষ ১০টি প্রতিষ্ঠান থেকে। দশ কোম্পানি সব মিলিয়ে ৩৮ হাজার ১১১ কোটি টাকা ভ্যাট দিয়েছে।
শীর্ষ দশ ভ্যাটদাতা অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো, চতুর্থ স্থানে থাকা ইউনাইটেড ঢাকা টোব্যাকো ২ হাজার কোটি টাকা। পঞ্চম স্থানে মোবাইল ফোন অপারেটর কোম্পানি বাংলালিংক ১ হাজার ৫০০ কোটি টাকা। ষষ্ঠ স্থানে ইউনিলিভার ৬৫৫ কোটি টাকা। সপ্তম স্থানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ৫৭৯ কোটি টাকা, অষ্টম স্থানে পেট্রোবাংলা ৫৭৮ কোটি টাকা, নবম স্থানে পিডিবি ৫৪০ কোটি টাকা এবং দশম স্থানে থাকা স্কয়ার ফার্মা দিয়েছে ৫১০ কোটি টাকা।