দেশের অন্যতম শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম এবং দেশীয় অটোমোবাইল কোম্পানি রানার বিশ্বখ্যাত স্পোর্টস বাইক কেটিএম আরসি ১২৫ এবং এপ্রিলিয়া জিপিআর ১৫০ মডেলের বাইক দু’টি বাংলাদেশের ক্রেতাদের জন্য উন্মুক্ত করেছে।
বুধবার (২৮ জুলাই) সন্ধ্যায় কিউকম এর তেজগাঁওস্থ প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ সংক্রান্ত চুক্তিস্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশের ই-কমার্স ভিত্তিক ক্রেতারা শুধুমাত্র কিউকম থেকেই উক্ত মডেলের বাইক দুটি ক্রয় করতে পারবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিউকম এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রিপন মিয়া সহ কিউকম এবং রানার এর শীর্ষস্থানীয় কর্মকর্তাগণ।