ইভ্যালির গিফট ভাউচার দিয়ে গ্রাহকদের কেনা পণ্যমূল্য বাবদ ব্র্যান্ডগুলোর পাওনা পরিশোধ না করায় কোম্পানিটির গিফট ভাউচার গ্রহণ করা হবে না বলে ক্রেতাদের উদ্দেশ্যে নোটিশ জারি করছে ব্র্যান্ডগুলো।
বিভিন্ন ব্যাংক তাদের ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে ইভ্যালির সঙ্গে লেনদেন স্থগিত করার পর এবার কোম্পানিটির গিফট ভাউচার গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়ে নোটিশ জারি করছে দেশের বিভিন্ন ব্র্যান্ড শপগুলো।
ইভ্যালির গিফট ভাউচার দিয়ে গ্রাহকদের কেনা পণ্যমূল্য বাবদ ব্র্যান্ডগুলোর পাওনা পরিশোধ না করায় কোম্পানিটির গিফট ভাউচার গ্রহণ করা হবে না বলে ক্রেতাদের উদ্দেশ্যে নোটিশ জারি করছে ব্র্যান্ডগুলো। গতকাল ট্রেন্ডজ, রঙ বাংলাদেশ, আর্টিসান আউটফিটার্স, ফিট এলিগ্যান্স, রিও ইন্টারন্যাশনাল ইভ্যালির গিফট ভাউচার গ্রহণ স্থগিত করে নোটিশ দিয়েছে।
পবিত্র ঈদ-উল আযহার আগে মার্কেট ও ব্র্যান্ডশপগুলো খোলার আগের দিন বুধবার ক্রেতাদের উদ্দেশ্যে ওয়েবসাইটে এমন ভার্চুয়াল নোটিশ ঝুলিয়েছে। কোন কোন ব্র্যান্ড ক্রেতাদের মোবাইলে এসএমএস পাঠিয়েও সতর্ক করেছে।