ইভ্যালির সব স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি ও হস্তান্তর থেকে বিরত থাকতে কোম্পানিটিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২৩ সেপ্টেম্বর) ইভ্যালির অবসায়ন চেয়ে করা এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক কোম্পানি বেঞ্চ এ আদেশ দেন। ইভ্যালির গ্রাহক ফরহাদ হোসেন ওই আবেদন করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ এম মাছুম ও সৈয়দ মাহসিব হোসেন। পরে আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন বলেন, ইভ্যালি থেকে পণ্য অর্ডার করে গ্রাহকেরা তা পাচ্ছিলেন না। এ ছাড়া টাকাও পাননি তাঁরা।
এ অবস্থায় ইভ্যালি কোম্পানির অবসায়ন চেয়ে ওই গ্রাহক আবেদন করেন। আদালত আবেদনটি গ্রহণ করেছেন। কোম্পানি কেন অবসায়ন করা হবে না, এ মর্মে নোটিশ ইস্যু করা হয়েছে। একই সঙ্গে ইভ্যালির সব স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।