ইউনিকর্ন ব্যাটেল এশিয়ার চূড়ান্ত পিচের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের প্রকল্প রিটস্ ব্রাউজার। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রিটস্ ব্রাউজার এর প্রতিষ্ঠাতা এবং সিইও রাশেদুল মাজিদ।
এশিয়ার ২৬৬টি স্টার্টআপ এই ইউনিকর্ন যুদ্ধে অংশ নেয়। এতে গড়ে ৩.১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে আছে ‘রিটস্ ব্রাউজার’। এছাড়াও ৩.৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থানে ‘ট্যাঙ্কারওয়ালা’, ৩.৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ‘ওকে! ক্লিক এন কালেক্ট’, ৩.৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে ‘হিসা এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড’ এবং ৩.৩০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ‘অরিভিয়া ইঙ্ক’।
এ বিষয়ে রিটস্ ব্রাউজার এর প্রতিষ্ঠাতা এবং সিইও রাশেদুল মাজিদ বলেন, আমাদের এই যাত্রায় ধারাবাহিক সহায়তার জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাই। এশিয়ার এই ইউনিকর্ন যুদ্ধে জয়ী হয়ে দেশকে গর্বিত করতে তিনি সকলকে ইভেন্ট চিয়ারে যোগ দিয়ে রিটস্ ব্রাউজার কে ভোট দেওয়ার অনুরোধ জানান।