নিজেদের বৈধ ব্যবসায়ী বলে দাবি করেছেন ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসে তিনি দাবি করেন, দেশের আইন মেনেই ব্যবসা করছে তার প্রতিষ্ঠান। তাই আগেই অপরাধী না বানানোরও আনুরোধ জানান তিনি।
পুঁজি ঘাটতির জন্য ইভ্যালি সাময়িক অসুবিধায় পড়লেও তা কাটিয়ে উঠবে বলে দাবি তার। তিনি দাবি করেন, বিজনেস ডেভেলপমেন্টের জন্য এতদিন তারা লোকসান দিয়েছেন। তবে ইভ্যালির অর্গানিক সেলস অনেক বেড়েছে।
গত দুই সপ্তাহে বকেয়া ৪০ কোটি টাকার অর্ডার ডেলিভারি দেয়া হয়েছে বলে দাবি ইভ্যালি সিইওর। তিনি বলেন, নতুন নীতিমালার আলোকেও ইভ্যালির বিক্রি একশো কোটি টাকা।
এই সময়ে সবার কাছ থেকে গঠনমূলক সমালোচনা আশা করেন তিনি।