গত শনিবার (২ সেপ্টেম্বর) রাজধানী গুলশানের এক হোটেলে মিরপুর ক্লাব লিমিটেডের আয়োজনে ‘স্বপ্ন যাত্রা: কমিউনিটি ড্রিমস্ টু রিয়ালেটি’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এবং বিশেষ অতিথি ছিলেন পিকেএসএফ এর চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান আহমেদ।
পরিকল্পনা মন্ত্রী বলেন, মিরপুর ক্লাব লিমিটেড উদ্যোক্তা উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। ‘স্বপ্ন যাত্রা: কমিউনিটি ড্রিমস্ টু রিয়ালেটি’ একটি অভিনব প্রজেক্ট যা ইতোমধ্যে বাস্তবায়িত হতে যাচ্ছে। তিনি বলেন পশ্চিমা দেশের কালচারে মতো এদেশে কমিউনিটি ডেভেলপমেন্ট একটি জটিল। এর প্রধান কারণগুলি হল: বিশাল জনসংখ্যা, বৈচিত্র্যময় সংস্কৃতি, দারিদ্র্য এর অসমতা এবং অর্থনৈতিক পরিবর্তন। বাংলাদেশের অর্থনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনগুলি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রচেষ্টাকে আরও জটিল করে তোলে, কারণ এটি সম্প্রদায়গুলিকে নতুন চ্যালেঞ্জের সাথে মানিয়ে নিতে সহায়তা করতে হবে। এই জটিলতাগুলি সত্ত্বেও, বাংলাদেশ সরকার এবং বিভিন্ন বেসরকারি সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রচেষ্টার উপর জোর দিচ্ছে। এই প্রচেষ্টাগুলির লক্ষ্য হল সম্প্রদায়গুলিকে দারিদ্র্য থেকে মুক্তি দিতে, তাদের জীবনযাত্রার মান উন্নত করতে এবং তাদের ক্ষমতায়ন করতে। তার মধ্যে মিরপুর ক্লাব লিমিটেড অন্যতম যা মিউনিটি ড্রিমস্ বাস্তবায়নের যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে।
ইঞ্জিনিয়ার এসএম মাহবুব আলম বলেন স্বপ্ন যাত্রা একটি উন্নত কমিউনিটি গঠনের কনসেপ্ট যার মধ্যে থাকবে বাংলার ঐতিহ্য এবং পশ্চিমা ধারার সংমিশ্রন। এই কমিটি ডেভেলপমেন্টের মধ্যে থাকবে সামাজিক নিরাপত্তা, আন্তর্জিাতিক শিক্ষা প্রদানের মাধ্যমে উন্নত প্রজন্ম গঠনে ভূমিকা রাখা, এন্টারপ্রেনিয়ার্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা, কমিউনিটি ডেভেলপমেন্ট এর লক্ষ্যে ‘বেনটেনকে’ গঠন করা এবং সর্বোপরি বেন ইকোনোমি গঠনের মধ্যেমে ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ গঠনে মিরপুর ক্লাব লিমিটেডের ভবিষ্যৎ পরিকল্পনা সকলের সহযোগিতা নিয়ে বাস্তবায়ন করা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সাবেক অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, গান বাংলা টিভির চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন রাজা প্রমুখ।
– বার্তা নিউজ