ব্যবহার করতে করতে পুরনো হয়ে যাওয়া মোবাইল ফোনগুলোর ভাগ্যে শেষ পর্যন্ত কি ঘটে? এরমধ্যে কিছু ফোন একেবারেই অকেজো হিসেবে ভাগাড়ে চলে যায়। আবার কিছু মেরামত হয়ে সম্পূর্ণ নতুনের মতোই বিক্রি হয়।
যুক্তরাজ্যে মোবাইল রিসাইকেল করার প্রচুর কারখানা রয়েছে; যেখানে প্রতিবছর ৪০ লাখ পুরনো মোবাইল ফোন মেরামত করা হয়।
ইন্টারন্যাশনাল ওয়েস্ট ইলেক্ট্রিক্যল অ্যান্ড ইলেক্ট্রনিক ইকুইপমেন্ট (ডব্লিউইইই) ফোরামের দেয়া তথ্যানুযায়ি গত বছর পাঁচ শতাধিক পুরনো মোবাইল ফোন ফেলে দেয়া হয়েছে। এই ফেলে দেয়া মোবাইল ফোনগুলো প্রকৃতির জন্য ভয়াবহ ইলেক্ট্রিক বর্জ্য সৃষ্টিতে অনেকাংশে দায়ি।
ফোন মেরামত করার কারখানাগুলো এসব বর্জ্য কমাতে অনেকটাই ভূমিকা পালন করে। এসব কারখানায় পুরনো ফোনগুলোকে পুনরায় বিক্রির জন্য মেরামত করা হয় অথবা ফোনের বিভিন্ন যন্ত্রাংশ আবারো ব্যবহারের জন্য খুলে রাখা হয়। যুক্তরাজ্যে এ ধরনের অনেক কারখানা রয়েছে; যারমধ্যে ইনগ্রাম মাইক্রো লাইফসাইকেল উল্লেখযোগ্য। মোবাইল মেরামতের কাজ করার জন্য কারখানাটিতে ৩৫০ জন কর্মী রয়েছে।
ইংল্যান্ডের নরউইচ শহরে অবস্থিত কারখানাটির কর্মকর্তা কেভিন কোলম্যান বলেছেন, এখানে একদম নতুনের মতো করেই ফোনগুলো মেরামত করা হয়। আমাদের গ্রাহকদের চাহিদা অনুযায়ি সম্পূর্ণ নতুনের মতো করেই মোবাইলগুলো ঠিকঠাক করে দেই আমরা।
ভার্জিন মিডিয়া ০২ এর কর্মকর্তা গিনা মটোনো বলেছেন, আমাদের হাতে ফিরে আসা ৯২ শতাংশ ডিভাইসই মূলত পুনরায় ব্যবহার করা হচ্ছে। আমরা ডিভাইসগুলো পুনঃবিক্রি করি। পুনরায় হাতে আসা মোবাইলগুলোর মাত্র আট শতাংশের যন্ত্রাংশ পৃথক করে ফেলা হয়।