প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল বিজনেস নেটওয়ার্ক লিমিটেড এর শেয়ার হোল্ডার মিট-আপ অনুষ্ঠিত হয়।
গত বুধবার ৬ই সেপ্টেম্বর রাজধানীর গ্রান্ড প্রিন্স হোটেল এন্ড রেষ্টুরেন্টের কনফারেন্স হলে বিআইএনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর এ.আর খানের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক নাজরাতুন নাইমের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে এ আর খান বলেন-ইন্টারন্যাশনাল বিজনেস নেটওয়ার্ক লিমিটেড বিশ্বে বিজনেস নেটওয়ার্ক বৃদ্ধির লক্ষ্যে গঠন করা হয়েছে। আমাদের মিশন এন্ড ভিশন হচ্ছে একটি শক্তিশালী ও কার্যকরি বিজনেস নেটওয়ার্ক তৈরি করা যার মাধ্যমে উদ্দ্যেক্তা তৈরি হবে। ই-কমার্স ব্যবসা সহ অন্যান্য যাবতীয় ব্যবসার ক্ষেত্র তৈরি হবে। ইতিমধ্যে ভারতের জি২০ সম্মেলন সহ বেশ কয়েকটি কনফারেন্সে আই বি এন এর প্রতিনিধি দল অংশ নিয়েছে।
অতি সম্প্রতি ইউরোপীয় কয়েকটি দেশ থেকে আমাদের মেইল এসেছে বিভিন্ন বিজনেস সামিটে অংশ নেওয়ার।পর্যায়ক্রমে, বাংলাদেশের প্রতিটি জেলায় আমাদের আই বি এন এর চ্যাপ্টার হবে । নতুন উদ্দ্যেক্তাদের তাদের ব্যাবসায়িক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে তাদেরকে আই বি এন একাডেমি মাধ্যমে ট্রেনিং এর ব্যবস্থা করা হবে। এছাড়াও ইংরেজী, চাইনিজ, জাপানীজ ভাষা শিক্ষা কোর্স চালু করা হবে।
আমরা দেখতে পাই যে ১৭ বছর পড়াশোনা করেও আমাদের দেশের তরুণ তরুনীরা ইংরেজী ভাষায় দক্ষ না হওয়ার ফলে কর্মক্ষেত্রে পিছিয়ে যায়।ফলে তারা নানান ধরনের হতাশায় নিমজ্জিত থাকে। আমরা চাচ্ছি যে আগামী কয়েক বছরের মধ্যে আই বিএন একাডেমির একটি নিজস্ব ভবন নির্মান করবো।
এছাড়াও প্রতিষ্ঠাতা পরিচালক ও ই-কমার্স বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক প্রফেসর জনাব শাহ আলম চৌধুরী বলেন-আমাদের সকল শেয়ার হোল্ডারদের সহযোগিতা নিয়ে আই বি এন এগিয়ে যাবে। আমরা বোয়েসেল ,বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে এম ও ইউ চুক্তির মাধ্যমে আমরা আমাদের নেটওয়ার্ক কে শক্তিশালী করবো। এবং বহিরবিশ্বে আমাদের সংগঠনের সুনাম ছড়িয়ে পরে সেই লক্ষ্যে বিশ্বের নানান ব্যবসায়ীক ফেডারেশনের সংগে আমার যোগাযোগ মজবুত করবো এর ফলে আমাদের দেশে ই-কমার্স সহ যতো বিজনেস উইং আছে সেখানে আমাদের তরুন প্রজন্ম একটি ভূমিকা রাখতে পারবে। এর ফলে আমাদের দেশের অর্থনৈতিক ভীত মজবুত হবে।
এছাড়াও আরো বক্তব্য দেন ইন্টারন্যাশনাল বিজনেস নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ডি এম এমদাদুল হক বলেন , তরুন প্রজন্মের অনেকেই বিদেশে উচ্চ শিক্ষার জন্য যাচ্ছে তাদের অন্যতম দূর্বলতা হচ্ছে ভাষাগত দূর্বলতা। এর এই সমস্যা দূর করার লক্ষ্যে আই বি এন একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে।
প্রতিষ্ঠাতা পরিচালকদের মধ্যে আরও বক্তব্য রাখেন কাজি মিজানুর রহমান, মনিরুজ্জামান মনির, শামীম আকরাম সহ শেয়ার হোল্ডারদের অনেকে।নাজরাতুন নাইম সকল শেয়ার হোল্ডারদের ধন্যবাদ জানিয়ে সভাপতির অনুমতিক্রমে সভার সমাপ্তি ঘোষণা করেন।