অনট্রাপ্রেনিওরস ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম ও স্থায়ী আমানত গ্রহণের জন্য সর্বোচ্চ ১০১ জন ফাউন্ডারস সদস্য গ্রহন কার্যক্রম হাতে নিয়েছে ক্লাবটি।
অনট্রাপ্রেনিওরস ক্লাবের মেম্বার সেক্রেটারি চয়ন সাহা বলেন , ভবিষ্যৎ কার্যক্রম ও স্থায়ী আমানত গ্রহণের জন্য আমরা সর্বোচ্চ ১০১ জন ফাউন্ডারস সদস্য করবো যা আমাদের গঠনতন্ত্ৰ অনুযায়ী অনট্রাপ্রেনিওরস ক্লাবের মালিকানা ও বিভিন্ন সুবিধা ভোগ করবে। আপনি যদি আগ্রহী হন তাহলে নিচের ফর্মটি ফিলআপ করতে পারেন।
অনট্রাপ্রেনিওরস ক্লাবের মেম্বার সেক্রেটারি চয়ন সাহা বলেন , ভবিষ্যৎ কার্যক্রম ও স্থায়ী আমানত গ্রহণের জন্য আমরা সর্বোচ্চ ১০১ জন ফাউন্ডারস সদস্য করবো যা আমাদের গঠনতন্ত্ৰ অনুযায়ী অনট্রাপ্রেনিওরস ক্লাবের মালিকানা ও বিভিন্ন সুবিধা ভোগ করবে। আপনি যদি আগ্রহী হন তাহলে নিচের ফর্মটি ফিলআপ করতে পারেন।
১। আজীবন সদস্যপদ:
ফাউন্ডারস সদস্যরা আজীবন সদস্যপদ উপভোগ করতে পারে, যেকোন বার্ষিক সদস্যতা ফি বা বকেয়া থেকে অব্যাহতি থাকবে।
২। ভোটাধিকার:
ফাউন্ডারস সদস্যরা যেকোন নির্বাচনে দুটি ভোট প্রদানের ক্ষমতা থাকবে , একটি নিজে দিতে পারবেন এবং অন্যটি তাদের মনোনীত প্রার্থী দিতে পারবেন ।
৩। ভার্চুয়াল স্বীকৃতি:
ফাউন্ডারস সদস্যদের পরিচিতি ক্লাবের সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, ম্যাগাজিন এবং অন্যান্য ব্র্যান্ডিং উপকরণে দেয়া হবে
৪। ওয়েবসাইটে ডিজিটাল স্বীকৃতি
ফাউন্ডারস সদস্যরা প্রোফাইল ক্লাবের ওয়েবসাইটের ফাউন্ডারস পৃষ্ঠায় প্রদর্শিত হবে ।
৫। ক্লাব অফিসে স্বীকৃতি
ফাউন্ডারস সদস্যদের নাম এবং ছবি ক্লাবের অফিস প্রাঙ্গনে প্রদর্শিত হবে।
৬। এক্সক্লুসিভ ইভেন্ট:
ফাউন্ডারস সদস্যরা বিভিন্ন অনুষ্ঠানে ফাউন্ডারস সদস্যদের জন্য আসন সংরক্ষিত থাকবে
৭। নেটওয়ার্কিং
ফাউন্ডারস সদস্যরা একটি বার্ষিক গালা ডিনার এ প্রতিষ্ঠাতা সদস্য এবং উপদেষ্টা এবং গভর্নিং বডি সদস্যদের জন্য নেটওয়ার্কিং সুযোগ করা হবে।
৮। বিভিন্ন ছাড় বা ডিসকাউন্ট
ফাউন্ডারস সদস্যরা ক্লাবের পণ্যদ্রব্য, ইভেন্ট এবং সেবাগুলিতে প্রতিষ্ঠাতা সদস্যদের জন্য ছাড় থাকবে ।
৯। অগ্রাধিকার বুকিং:
ফাউন্ডারস সদস্যরা ক্লাবের ভবিষ্যৎ স্পেশাল প্রোগ্রামে ফ্যামিলিসহ বুকিং করার সময় ফাউন্ডারস সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে , যার মধ্যে ক্লাবহাউস, জুস্ বার , খেলাধুলার , আউটিং , জিম বা মিটিং রুমগুলি অণ্যতম
১০। নেতৃত্বের সুযোগ:
ফাউন্ডারস সদস্যরা ক্লাবের বোর্ড মেম্বার হিসাবে এ গভর্নিং কমিটির মতামতে যোগদান করতে পারবেন ।
১১। অফিসের মালিকানা
ফাউন্ডারস সদস্যরা ক্লাবের নিজস্ব অফিসের একটি নির্দিষ্ট % এর মালিকানা থাকবে ।
১২। ভুমির মালিকানা
ফাউন্ডারস সদস্যরা ক্লাবের নিজস্ব ভবনের জমির সমান একটি নির্দিষ্ট % এর মালিকানা থাকবে।
১৩। প্রকল্পের মালিকানা
ফাউন্ডারস সদস্যরা ক্লাব এর বিভিন্ন প্রকল্পের নির্দিষ্ট % এর মালিকানা থাকবে যেমন ইনস্টিটিউট, উইনিভার্সিটি ,ইশপ, ক্লিনিক এবং সমবায় সমিতি।
১৪। ইসি নেতৃত্ব
ফাউন্ডারস সদস্যরা গভর্নিং কমিটির মতামতে সরাসরি সিলেক্টেড হয়ে ইসি সদস্য হওয়ার অগ্রাধিকার
১৫। সামাজিক মূল্য
ফাউন্ডারস সদস্যরা উদ্যোক্তা কমিউনিটির সেবা করার জন্য নিবেদিত প্রতিষ্ঠাতার অংশের অংশ হয়ে হতে পারবেন ।
১৬। মেম্বারশিপ ট্রান্সফার
ফাউন্ডারসগণ ৫ বছর পর একটি ফি প্রদানের মাধ্যমে মেম্বারশিপ ট্রান্সফার করতে পারবেন।
১৭। মেম্বারশিপ ট্রান্সফার
ফাউন্ডারসগণ এর মৃত্যু হলে তার স্ত্রী/স্বামী/কন্যা/ পুত্র গভর্নিং কমিটির মতামতের ভিত্তিতে মেম্বারশিপ ট্রান্সফার করতে পারবেন।
“অনট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ – উদ্যোক্তাদের জন্য , উদ্যোক্তাদের পাশে”
চয়ন সাহা