
Meta সম্প্রতি PARTNR নামে একটি নতুন প্রোগ্রাম ঘোষণা করেছে, যা মানুষ ও রোবটের পারস্পরিক সম্পর্ক (Human-Robot Interaction – HRI) নিয়ে গবেষণা করবে। এই গবেষণার মূল লক্ষ্য হলো বাড়ির কাজের ক্ষেত্রে মানুষ ও রোবট কীভাবে একসঙ্গে কাজ করতে পারে তা বোঝা। এর মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা, রান্না এবং খাবার ডেলিভারি নেওয়ার মতো সাধারণ কাজ অন্তর্ভুক্ত রয়েছে।স্বয়ংক্রিয় গৃহস্থালি কাজের স্বপ্ন বহু পুরনো। ৬০ বছর আগে টেলিভিশনে “The Jetsons” শোতে Rosie নামের রোবট গৃহকর্মীর চরিত্র দেখা গিয়েছিল। আজও সেই ধারণা জনপ্রিয়, যেখানে রোবট বাড়ির কাজের বোঝা কমাবে। তবে এতদিনে শুধুমাত্র রোবট ভ্যাকুয়াম ক্লিনার বাজারে সাফল্য পেয়েছে। অন্যান্য হোম রোবট এখনও মূলধারায় আসতে পারেনি। এর কারণ মূলত দাম, নির্ভরযোগ্যতা ও সীমিত কার্যকারিতা। মানুষ রোবট ব্যবহারে আগ্রহী হলেও, সঠিক দামে কার্যকরী রোবট এখনো সহজলভ্য নয়।Meta মনে করে, বাড়িতে রোবট ব্যবহারের জন্য মানুষ ও রোবটের মধ্যে আরও ভালো সমন্বয় প্রয়োজন। প্রথম দিকের রোবটগুলো এককভাবে কাজ সামলাতে পারবে না, যেমন ভালো রোবট ভ্যাকুয়াম ক্লিনারও মাঝেমধ্যে সাহায্যের প্রয়োজন হয়। Meta-এর PARTNRপ্রোগ্রাম এটি বুঝতে সাহায্য করবে যে, কীভাবে মানুষ ও রোবট একসঙ্গে কাজ করে বাড়ির কাজ সম্পন্ন করতে পারে।Meta বলছে, “আমাদের গবেষণার অংশ হিসেবে ১,০০,০০০ টাস্কের একটি ডেটাসেট তৈরি করা হয়েছে, যেখানে বাসন মাজা, খেলনা গুছিয়ে রাখা ইত্যাদির মতো কাজ অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও, আমরা PARTNR ডেটাসেট প্রকাশ করছি, যেখানে ভার্চুয়াল পরিবেশে মানুষের কাজের নমুনা রয়েছে, যা AI মডেল প্রশিক্ষণের জন্য ব্যবহার করা যাবে।”বর্তমানে রোবট প্রযুক্তি পরীক্ষার জন্য সিমুলেশন একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হয়ে উঠেছে। এটি বাস্তব পরীক্ষার তুলনায় দ্রুত এবং সহজ। তবে Meta জানিয়েছে, PARTNR মডেল শুধু ভার্চুয়াল নয়, বাস্তব পরীক্ষাতেও সফল হয়েছে। ইতোমধ্যেই Boston Dynamics-এর Spot রোবট PARTNR মডেল ব্যবহার করে পরীক্ষা চালিয়েছে। Meta আরও একটি মিশ্র বাস্তবতা (Mixed Reality) ইন্টারফেস তৈরি করেছে, যা রোবট কীভাবে সিদ্ধান্ত নেয় তা দৃশ্যমান করে।Meta জানিয়েছে, “মানুষ ও রোবটের সহযোগিতার সম্ভাবনা অনেক বড়। PARTNR-এর মাধ্যমে আমরা রোবটকে শুধু একটি মেশিন হিসেবে নয়, বরং মানুষের সহকারী হিসেবে দেখতে চাই এবং এই গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই।”এই প্রযুক্তির বড় সম্ভাবনা রয়েছে বয়স্কদের সহায়তা করার ক্ষেত্রে। উদাহরণস্বরূপ, Labrador-এর স্বয়ংক্রিয় সার্ভিং কার্ট বয়স্ক ব্যক্তিদের স্বাধীনভাবে জীবনযাপনে সাহায্য করতে পারে। তবে Meta-এর মতো গবেষণা আরও উন্নতি না করলে এ ধরনের প্রযুক্তি মূলধারায় আসতে সময় লাগবে।সম্প্রতি হিউম্যানয়েড রোবট (দ্বিপদ রোবট)-ও আলোচনায় এসেছে, যারা ভবিষ্যতে বাড়ির কাজে সহায়তা করতে পারে। তবে এখনো এসব রোবট খুব ব্যয়বহুল এবং নির্ভরযোগ্যতা বাড়ানোর প্রয়োজন রয়েছে। এজন্য বেশিরভাগ সংস্থা এখনো শিল্প ও কর্পোরেট কাজে এসব রোবট ব্যবহারের দিকে মনোযোগ দিচ্ছে।যদি প্রযুক্তি সঠিকভাবে উন্নত হয় এবং AI আরও স্মার্ট হয়, তাহলে ভবিষ্যতে এমন একটি সময় আসতে পারে যখন হিউম্যানয়েড রোবট একসঙ্গে ফ্যাক্টরি ও বাড়ির সাধারণ কাজ পরিচালনা করতে পারবে। তবে সে পর্যায়ে যেতে হলে প্রথমে মানুষ ও রোবটের পারস্পরিক বোঝাপড়া আরও উন্নত করতে হবে। Meta, যারা AI গবেষণার পাশাপাশি রোবটিক্সেও কাজ করছে, PARTNR-এর মাধ্যমে এই লক্ষ্য অর্জনের চেষ্টা করছে।