গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর ট্রেড বডি ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব) এর নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ। আজ বুধবার ৩ই আগস্ট দুপুর ১২ ঘটিকায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এসময় ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার, ভাইস প্রেসিডেন্ট সাহাব উদ্দিন শিপন, সেক্রেটারি জেনারেল মোঃ আব্দুল ওয়াহেদ তমাল, জয়েন্ট সেক্রেটারি নাসিমা আক্তার নিশা, অর্থ সম্পাদক আসিফ আহনাফ, পরিচালক সাইদুর রহমান, শাহরিয়ার হাসান এবং ইলমুল হক সজীব উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন আমরাই ডিজিটাল বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল লিয়াকত হোসেন এবং ই-ক্যাব সেক্রেটারিয়েট এর সদস্যবৃন্দ।