দেশীয় উদ্যোক্তাদের পণ্য বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে এবং আমদানিনির্ভর ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের এলসি খোলা ও বৈদেশিক মুদ্রায় লেনদেনের ঝামেলা ছাড়াই পণ্য ও কাঁচামাল আমদানি-রপ্তানির সহজ শিপমেন্ট ও ডেলিভারি সুবিধা প্রদানে ‘একশপ গ্লোবাল’ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছে। গতকাল আগারগাঁও এর আইসিটি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এর উদ্বোধন করেন এটুআই এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
দেশের কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) এর সাথে জড়িতদের জন্য লজিস্টিক এবং আন্তঃসীমান্ত বাণিজ্য প্রবেশের সুযোগ তৈরি করে দিতে আজ ‘একশপ গ্লোবাল’ প্ল্যাটফর্ম চালু করা হয়। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ক্রেতারা পণ্য অর্ডার করে বাংলাদেশ সহ বিশ্বের যেকোনো প্রান্তে হোম ডেলিভারি সুবিধা গ্রহণ করতে পারবেন। ‘একশপ গ্লোবাল’ এর লজিস্টিক পার্টনার হিসেবে কাজ করবে এল-নিনো বিডি লিমিটেড।
উদ্বোধন অনুষ্ঠানে এটুআই এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ই-কমার্স বা ডিজিটাল ব্যবসায়ে সমাজের ক্ষুদ্র পর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরিকৃত পণ্যগুলোর বিশেষ গুরুত্ব রয়েছে। সেগুলোকে একত্রিত করে বৈশ্বিক বাজারের ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার কাজটি করবে ‘একশপ গ্লোবাল’। এর মাধ্যমে সারা পৃথিবীর মানুষ বাংলাদেশে উৎপন্ন যেকোনো পণ্য অনলাইনে অর্ডারের মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে সহজেই ডেলিভারি পেতে পারবেন। এছাড়া বিদেশ থেকেও অনলাইনে পছন্দের পণ্য অর্ডার করে বাংলাদেশের নিজ ঠিকানায় ডেলিভারি নিতে পারবেন। এছাড়া এই প্ল্যাটফর্মের মাধ্যমে পৃথিবীর যেই দেশগুলোতে বাংলাদেশি পণ্য ছড়িয়ে দেওয়ার সুযোগ রয়েছে তার সন্ধান করা এবং সম্ভাবনাময় দেশের বাজারে বাংলাদেশি পণ্যের চাহিদা তৈরির উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে একশপ গ্লোবাল সম্পর্কে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন এটুআই এর একশপ প্ল্যাটফর্মের হেড অব ডিজিটাল বিজনেস রেজওয়ানুল হক জামি। এসময় তিনি জানান, অনলাইনে নিরাপদ পেমেন্ট সুবিধা দিতে ক্রেতারা ‘একপে’ পেমেন্ট গেটওয়ের সুবিধা গ্রহণ করতে পারবেন। অর্ডারকৃত পণ্য বাংলাদেশে ও বিশ্বের যেকোনো প্রান্তে হোম ডেলিভারি সুবিধা দেবে ‘একশপ ডেলিভারি’ প্ল্যাটফর্ম। এছাড়াও এই একই প্ল্যাটফর্ম থেকে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বিশ্বের যেকোনো প্রান্তের উৎপাদকদের কাছ থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য কেনা ও ডেলিভারি সুবিধা গ্রহণ করতে পারবেন।
দেশের প্রধান এবং বিশ্বস্ত ই-কমার্স, পেমেন্ট এবং লজিস্টিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে এপিআই এর মাধ্যমে একশপ প্ল্যাটফর্মে একত্রিত করার মধ্য দিয়ে দেশের ই-কমার্স খাতে একটি শক্ত পরিকাঠামো তৈরি করা হয়েছে। ইতোমধ্যে একশপ এর সাথে দেশের ১,৮০০ ই-কমার্স প্রতিষ্ঠান এবং ১ লাখ ৮০ হাজার ক্ষুদ্র ব্যবসায়ীকে যুক্ত করা হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে স্থাপিত ৬,৫০০টি ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং দেশব্যাপী স্থাপিত ৯৯১টি কালেকশন পয়েন্টের মাধ্যমে ইতোমধ্যে ৮ লক্ষাধিক ক্রেতাকে সেবা প্রদান করা হয়েছে। এসময়ের মধ্যে দেশের ৫৩টি কোম্পানির সাথে কাজ করেছে প্রতিষ্ঠানটি। ২০২৫ সালের মধ্যে একশপ প্ল্যাটফর্মটিতে আরো ৮০ লাখ ক্ষুদ্র ব্যবসায়ী ও দেড় লাখের অধিক ফেসবুক ভিত্তিক প্রতিষ্ঠানকে যুক্ত করার লক্ষ্যে কাজ করছে একশপ। পণ্য ডেলিভারির ক্ষেত্রে খরচ, সময় এবং ভিজিট কমাতে দেশব্যাপী ‘ডিজিবক্স’ নামে ইন্টারনেট অব থিংস-ভিত্তিক এক হাজার স্মার্ট লকারের একটি নেটওয়ার্ক তৈরিতে করছে একশপ।
প্রেস বিজ্ঞপ্তি