ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ও ধামাকাসহ কয়েকটি ইকমার্স প্রতিষ্টানের বিরুদ্ধে ওঠা অভিযোগের কারনে প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের ডাকা হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।
রোববার (১৮ জুলাই) সচিবালয়ে ই-কমার্স সংক্রান্ত বিষয় নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, তাদেরকে এসওপি এ নিয়ম মেনে ব্যাবসা করার সুযোগ দেওয়া হবে। তাদের মনিটর করা হবে এবং নিয়ম ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে।
বিস্তারিত আসছে…
৭টি মন্তব্য
ইভ্যালি মানুষকে তাদের চাহিদার চেয়ে অনেক বেশি কিছু দিয়েছে। ইভ্যালিকে ঘুরে দারাবার সুযোগ দিলে ইভ্যালি আমাদের দেশকে অনেক ভালো সারভিস দিবে বলে আমি মনে করি। কারন তারা সবসময় সঠিক পন্য সামগ্রিই ও ব্রেন্ডের জিনিস দিয়ে থাকে সবসময়ই। কখনোই কোনো প্রকার খারাপ বা ভুল পন্য দেয় নি। ইভ্যালি নিয়ে আমরা আশাবাদী।
একজন ক্রেতার পূর্বের পেন্ডিং অর্ডার গুলো নির্দিষ্ট টাইমলাইন অতিক্রম করার পরও সময়মত তা ডেলিভারি না দিয়ে নতুন নিতীমালায় নতুন নতুন ক্যাম্পিং এর পন্য গুলো ডেলিভারি দেয়া কতটা যৌক্তিক এ বিষয়ে আমার মত ভুক্তভোগী রেগুলার ক্রেতারা তা জানতে চায় এবং এই ব্যপারে দ্রুত ব্যবস্থা নেয়া হোক এবং এর উপযুক্ত সমাধান আশা করছি।
ইকোমার্স বাংলাদেশ কে লিড দিবে আগামীতে ইনশাআল্লাহ আল্লাহ, তবে দূঃখের বিষয় হচ্ছে বাঙ্গালী মানুষ চিনতে ভুল করে,ইভালী শুধু রাসেল ভাইয়ের স্বপ্ন নয় ইভালী পূরন করবে দেশে হাজারো মানুষের স্বপ্ন, তাই ইভালীর এই দূর দিনে ইভালী কে যারা সাপোর্ট করছেন, আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানায়।
আমরা ইভ্যালি র পাশে ছিলাম আছি ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ
রাসেল ভাইকে বলতে চাই আমরা ই-কমার্স ছাড়ি নাই
yamaha fz version 3 bs 6 lagva
Evaly established hobei hobe…
লাইফ মানে ইভ্যালী