প্রতি বছরের মতো এবারও সফলভাবে সম্পন্ন হলো ই ক্লাবের সদস্যদের নিয়ে বার্ষিক আয়োজন ‘ই-ক্লাব ফ্যামিলি ডে আউট ২০২৩’। গত ৩রা মার্চ গাজীপুরে অবস্থিত ঢাকা রিসোর্টে ই-ক্লাবের সদস্যদের নিয়ে বিভিন্ন আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয় ‘ই ক্লাব ফ্যামিলি ডে আউট’ প্রোগ্রামটি। এ আয়োজনের শুভ উদ্বোধন ঘোষনা করেন ই ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট জনাব মারুফ লিয়াকত এবং এর পরে সদস্যদের নিয়ে পুরো আয়োজনের প্রেক্ষাপট ও ভবিষ্যতের পরিকল্পনা ব্যাক্ত করেন ই ক্লাবের জেনারেল সেক্রেটারী জনাব বিপ্লব জি রাহুল। এই আয়োজনে আরোও শুভেচ্ছা বক্তব্য দেন ই-ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট জনাব শাহরিয়ার খান সহ ইসি কমিটির সদস্যগন। এরপর নানা আনন্দে মেতে উঠে ই-ক্লাবের মেম্বাররা। হাঁড়িভাঙা, মিউজিক্যাল চেয়ার, বড়দের ছোটদের মার্বেল দৌড়, ম্যাজিক বক্স, রেফেল ড্র সহ আরো খেলায় ও গান বাজনায় মুখরিত হয়ে উঠে ঢাকা রিসোর্ট। ই ক্লাব ফ্যামিলি ডে আ্উটের মুল স্পন্সর ছিলো ইন্টেরিয়র স্টুডিও এবং পার্টনার হিসেবে ছিলো ঢাকা রিসোর্ট, লীজান মেহেদী, ট্রিপনস। ফটোগ্রাফি পার্টনার ছিলো ‘নিজল ক্রিয়েটিভ’।
উল্লেখ্য যে , উদ্যোক্তাদের নিয়ে গড়ে ওঠা ‘ই-ক্লাব’ (অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ) ব্যাতিক্রমী এমন একটি আর.জে.এস.সি থেকে অনুমোদনপ্রাপ্ত (২০১৮) একটি ক্লাব যা অনলাইন ও অফলাইন সকল উদ্যোক্তা সদস্যদের জন্য একটি উন্মুক্ত নেটওয়ার্ক, যার মূল লক্ষ্য দেশের বেকারদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং ক্লাব এর উদ্যোক্তা সদস্যদের মধ্যে ব্যবসার নেটওয়ার্ক বাড়ানোর পাশাপাশি একে অন্যের বিভিন্ন প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতা করা।
— ডেস্ক রিপোর্ট