দেশের অন্যতম শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ এর চিফ মার্কেটিং অফিসার (সিএমও) পদে যোগদান করলেন তাজদিন হাসান। ১ আগস্ট থেকে প্রতিষ্টানটিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি। তরুণদের কাছে অত্যন্ত জনপ্রিয় মুখ তাজদিন হাসান। তারুণ্যের উন্নয়ন এবং মার্কেটিং সেক্টরে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। ইতিপূর্বে ডেইলি স্টারের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন অফিসার এবং হেড অফ মার্কেটিং হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন তিনি।
এশিয়ান মার্কেটিং ফেডারেশন (এএমএফ) কতৃক ২০২০ সালে এশিয়ার বর্ষসেরা যুব মার্কেটিয়ার হিসেবে স্বীকৃতি পান তিনি।
মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড মার্কেটিং কংগ্রেস ২০১৭’ অনুষ্ঠানে ‘দ্য মোস্ট ইনফ্লুয়েনশিয়াল গ্লোবাল মার্কেটিং লিডার’ হিসাবে স্বীকৃতি পেয়েছেন তিনি। এছাড়াও ব্যবসায়িক সংগঠন ওয়ার্ল্ড এইচ আর ডি কনগ্রেস এবং এশিয়ান কনফেডারেশন্স কতৃক সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০১৭-এ শ্রেষ্ঠ বিপনন কর্মকর্তা হিসেবে ভূষিত হয়েছেন তিনি।
তাজদিন ‘মিশন সেভ বাংলাদেশ’ নামের একটি সামাজিক প্ল্যাটফর্মের নেতৃত্বে আছেন যেটি করোনা মহামারিতে ২ লাখ ডলার সংগ্রহ করার পাশাপাশি এক লাখের অধিক মানুষকে নিত্যপ্রয়োজনীয় জিনিস দিয়ে সহায়তা করেছে। এই কাজের স্বীকৃতি হিসেব তিনি জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডস-২০২০ অর্জন করেন।