সুপরিচিত নারী উদ্যোক্তা নুসরাত আক্তার লোপা’র আয়োজনে শরৎ উৎসব আয়োজিত হয়েছে।
“শরৎ উৎসব ২০২২”এ নারী উদ্যোক্তাদের প্রায় ৫০টি স্টল ছিলো। প্রতিটি স্টলেই দেশীয় পণ্যের নানা সমাহার দেখা যায়। এই শরৎ উৎসবে মণিপুরী শাড়ি, হাতের কাজের বিভিন্ন শো পিস, ব্যাগ, হাতের কাজের থ্রি পিস, জুয়েলারি , বেডশিট, কুর্তি , নকশীকাঁথা, হোমমেড আচার, নানা রকম মিষ্টি , কাঠের বিভিন্ন গহনা, জামদানি শাড়ি,বাচ্চাদের জামা, ছেলেদের পান্জাবি, থ্রি পিস,, রিকশা পেইন্টিং, আদিবাসী কাপড় , চামড়াজাত বিভিন্ন পণ্যসহ ছিলো আনন্দমুখর একটি পরিবেশ।
মেলার প্রথম দিন আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন গায়িকা আঁখি আলমগীর, অভিনেত্রী তানজিন তিশা, অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা, গায়িকা জাকিয়া সুলতানা কর্নিয়া, চন্দা মাহ্জাবীন সহ আরো কিছু সোশ্যাল তারকা। এই উৎসবে তিনজন নারী মুক্তিযোদ্ধা, দুইজন ট্রান্সজেন্ডার ও দুইজন বিশেষভাবে সক্ষম নারীকে সম্মাননা দেয়া হয়েছে।