দেশীয় স্টার্টআপ শপআপ ৭৪.৪ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ পেয়েছে যা প্রায় ছয়শত তেত্রিশ কোটি টাকার সমমান। গতকাল একাউন্টিং এন্ড কর্পোরেট রেগুলেটরি অথরিটি (ACRA) সূত্র অনুযায়ী জানা যায় এই রাউন্ডে প্রধান বিনিয়োগকারী ভেলার ভেঞ্চার।
বাংলাদেশের ইতিহাসে স্টার্টআপে সবচেয়ে বড় বিনিয়োগ এটি। এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো উদ্যোগ এত বড় বিনিয়োগ পাচ্ছে। এটি শপআপের দ্বিতীয় সিরিজ-এ বিনিয়োগ। এর আগেও সর্বশেষ সিরিজ এ তে সর্বোচ্চ ২২.৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ পায় স্টার্টআপ শপআপ। নতুন কোনো উদ্যোগ যখন প্রাথমিক পুঁজি নিয়ে বাজারে ভালো ফল দেখায়, তাদের ক্ষেত্রে সিরিজ এ শ্রেণির বিনিয়োগ করা হয়।
এর আগে আরো কয়েকবার বিনিয়োগ পায় শপআপ। ২০১৮ সালে সীড রাউন্ডে ১.৬ মিলিয়ন, ২০২০ সালে সিরিজ এ ২২.৫ মিলিয়ন এবং এই সিরিজ এ তে ৭৪.৪ মিলিয়ন বিনিয়োগ পায় তারা।
উৎপাদনকারীকে পাইকারি বিক্রেতার সঙ্গে, পাইকারি বিক্রেতাকে খুচরা বিক্রেতার সঙ্গে এবং খুচরা বিক্রেতাকে ক্রেতার সঙ্গে সংযুক্ত করে শপআপ। পণ্য পৌঁছে দেওয়া, ই-পেমেন্ট, অনলাইনে দোকান চালানো থেকে শুরু করে একটা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা চালাতে সব ধরনের সুবিধা দেয় শপআপ। এছাড়াও রেডেক্স কুরিয়ার এবং মোকাম নামে উদ্যোগ রয়েছে তাদের।
শুরুর দিকে শপআপ ব্র্যাকের সঙ্গে অংশীদারীত্বে ঋণ দেওয়া শুরু করলেও খুব দ্রুত ভারতের ওমিডিয়ার নেটওয়ার্ক থেকে ১০ লাখ ৬০ হাজার ডলারের প্রাথমিক তহবিল পায়। এছাড়াও ২০১৯ সালে বাংলাদেশের সেরা স্টার্টআপ হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার পায় প্রতিষ্ঠানটি।