৫০ লাখ টাকা ফান্ড পেয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম বেবিটিউব। শিশুদের জন্য সুস্থ ধারার ভিডিও কন্টেন্ট তৈরি ও এটিকে ছড়িয়ে দিতে এগিয়ে এসেছেন বাংলাদেশি দুই বিনিয়োগকারী।
সম্প্রতি এইচআর লিমিটেডের সহ-ব্যবস্থাপনা পরিচালক হাসনাঈন আব্দুল্লাহ নাসিফ ও ব্যবসায়ী সাইদুল করিম মিন্টুর সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
বেবিটিউবের প্রতিষ্ঠাতা শামীম আশরাফ বলেন, এ অর্থ টেকনিক্যাল ডেভেলপমেন্ট, কন্টেন্ট ডেভেলপমেন্টসহ সার্বিক উন্নয়নে বিনিয়োগ করা হবে। বেবিটিউবকে কিভাবে আরও বেশি কার্যকর করে তোলা যায় বিষয়টির দিকে জোর দিচ্ছি আমরা।
তিনি বলেন, শিশুদের মানসিক বিকাশ ও সুস্থভাবে বেড়ে ওঠার জন্য আমরা কাজ করছি। ভিডিও নির্মাণ ছাড়াও সচেতনতামূলক নানা কর্মকাণ্ড পরিচালনা করছি আমরা।
এর আগে ২০২১ সালের এপ্রিলে বেবিটিউবের পথচলা শুরু হয়। এ প্ল্যাটফর্মে কন্টেন্ট নির্মাতারাও শিশুদের জন্য নির্মিত ভিডিও আপলোড করতে পারবেন। বেবিটিউব ২০২৩ সালে স্মার্ট বাংলাদেশ অ্যাওয়ার্ড পেয়েছে।