ফুড ডেলিভারি স্টার্টআপ Zomato পুজিঁবাজারে লিস্টিং হওয়ার প্রথম দিন থেকেই চমক দেখিয়ে যাচ্ছে। গত অর্থবছরে প্রায় ৩৫০০ কোটি টাকা লোকসান হওয়ার পরও কোম্পানিটি প্রতিটি শেয়ার ৭৬ টাকায় আইপিও(Initial public offering) অনুমোদন পায়। এতে Zomato প্রায় ১২৭ কোটি শেয়ারের বিপরীতে ৯৩৭৫ কোটি টাকা উত্তলনের অনুমোদন পায়। কোম্পানিটির আইপিও পরবর্তী মোট শেয়ারের সংখ্যা ছিল ৮৬৪ কোটি এবং বাজার মূল্য দাঁড়ায় ৬৪ হাজার কোটি টাকা।
গত ২৩ শে জুলাই জোমাটো ও তার বিনিয়োগকারিদের জন্য ছিল বহুল প্রতীক্ষিত একটি দিন। NSE(National stock exchange of India) তে শেয়ারটির প্রথম দিনের লেনদেন শুরু হয় ১১৬ টাকা দিয়ে যা ছিল এর অফার প্রাইসের ৫২.৬৩ শতাংশ বেশি এবং দিন শেষে এটির ক্লোজিং প্রাইস দাঁড়ায় ১২৩ টাকা। এতে মাত্র একদিনের মধ্যেই কোম্পানির বাজার মূল্য ৬৪ হাজার কোটি থেকে ১ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যায়। গতকাল কোম্পানিটির সর্বশেষ লেনদেন হয় ১৪২ টাকায়। এতে কোম্পানিটির বাজার মূল্য দাঁড়ায় ১২২৬৮৮ কোটি টাকা। অথচ ২০১৯-২০ অর্থবছরে এটি প্রায় ৩৫০০ কোটি টাকা লোকসান করে এবং ২০২০-২১ অর্থবছরের প্রথম প্রান্তিকে আরও ৮০০ কোটি টাকা লোকসান গুনে।
বিশ্লেষকদের ধারণা ফুড ডেলিভারি সেগমেন্টে প্রথম সারিতে অবস্থান, বাজারের প্রতি ইতিবাচক মানসিকতা, প্যান্ডামিক সিচুয়েশনে ফুড ডেলিভারিতে বাড়তি চাহিদা এই সবই কোম্পানিটির শেয়ারের আকাশচুম্বী চাহিদার মূল কারণ।