যখন চট্টগ্রামের মানুষ সিআরবিতে (যেটাকে চট্টগ্রামের ফুসফুস বলা হয়) হাসপাতাল নির্মানের বিরোধিতা করে আসছে, ঠিক তখনই রোটারিয়ান ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকী ১০ লাখ গাছ লাগানোর এই কর্মযজ্ঞ হাতে নিলেন।
রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১ এর আওতায় এই বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়িত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটা নাগরিককে কম করে তিনটি গাছ লাগাতে বলেছেন। সেদিক থেকে দেখতে গেলে ১০ লাখ গাছ মানে ৩ লাখ ৩৩ হাজার মানুষের গাছ রোটারি ইন্টারন্যাশনালই লাগাতে যাচ্ছে।
আগামীকাল সকাল সাড়ে দশটায় নারায়নগঞ্জের রূপগঞ্জের সলিমুল্লাহ চৌধুরী ডিগ্রি কলেজে এই আয়োজনের উদ্বোধন হবে। দেশের আরো ১০০ টি রোটারি ক্লাব এই আয়োজনে সম্পৃক্ত আছে।
রোটারিয়ান ফারুকী জানান, প্রধানমন্ত্রী নিজে এই বার্তা দিয়েছেন। সেখানে রোটারিয়ান হিসেবে আমাদের দায়িত্ব তো অনেক বেশী। আমরা সম্মিলিত ভাবে এটি সফল করবো। এটা রোটারিয়ানদের জাতির প্রতি একধরনের দায়বদ্ধতা। সবচেয়ে বড় বিষয় আমরা আমাদের পরিবেশের ইকোসিস্টেম রক্ষার অংশ হতে যাচ্ছি’। একটা আন্তর্জাতিক সংস্থা হিসেবে এটা রোটারির ভুমিকা তুলে ধরতে সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি।
মাল্টি ক্লাব ইনিশিয়েটিভের অংশ হিসেবে রোটারি ইন্টারন্যাশনাল ৩২৮১ এই কাজ হাতে নিয়েছে। ফারুকী সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
দেশীয় অনলাইন ম্যাগাজিন ই-কমার্স বার্তার চেয়ারম্যান মিঠু মোড়ল সার্বিকভাবে এ আয়োজনের সাথে থাকবেন। রোটারি ইন্টারন্যাশনাল ও ই-কমার্স বার্তাও ভবিষ্যতে সিএসআর বেসিসে এমন কাজ করতে আগ্রহী। ই-কমার্স বার্তাও সাধুবাদ জানিয়েছেন রোটারির এই কাজকে।
উল্লেখ্য, রোটারি ইন্টারন্যাশনালের সাতটি মুল ফোকাস এরিয়ার একটি হলো এই বৃক্ষরোপন কর্মসূচী। যে কর্মসূচীগুলো তারা পুরো দুনিয়ায় বাস্তবায়নে কাজ করছেন।