লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের পরিবেশনায় ১ম বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২৬টি অর্থ প্রযুক্তি উদ্ভাবনকে ১১ ক্যাটাগরিতে স্বীকৃতি দিয়েছে। তাঁর মধ্যে সাতটি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড লাভ করেছে বিকাশ।
২৭ নভেম্বর (শনিবার) শেরাটন ঢাকার গ্র্যান্ড বলরুমে একটি জমকালো অনুষ্ঠানের মধ্য ফিনটেক অ্যাওয়ার্ড ঘোষনা করা হয়। অনুষ্টানটির পৃষ্ঠপোষকতায় ছিল উপায় এবং সহযোগিতায় ছিল দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
বিকাশ ফিনটেক ইনোভিষন অফ দ্যা ইয়ার –টেক ক্যাটাগরি তে উইনার অ্যাওয়ার্ড, ফিনটেক ইনোভিষন অফ দ্যা ইয়ার-ফিনান্সিয়াল ইনকুলেশন ক্যাটাগরি তে অনারেবল মেনশন অ্যাওয়ার্ড , ফিনটেক ইনোভিষন অফ দ্যা ইয়ার-রেমিটেন্স ক্যাটাগরি তে উইনার অ্যাওয়ার্ড, ফিনটেক ইনোভিষন অফ দ্যা ইয়ার-পেমেন্ট ক্যাটাগরি তে অনারেবল মেনশন ও উইনার অ্যাওয়ার্ড, ফিনটেক ইনোভিষন অফ দ্যা ইয়ার-মোবাইল মানি ক্যাটাগরি তে অনারেবল মেনশন ও উইনার অ্যাওয়ার্ড লাভ করে। এছাড়াও ফিনটেক এওয়ার্ড পায় নগদ, আইপিডিসি, উপায় সহ আরো কয়েকটি প্রতিষ্ঠান।