দেশব্যাপী শিশুদের শিশুদের শিক্ষাসামগ্রী প্রস্তুতকারক, পরিবেশক ও বিপণন ভিত্তিক প্রতিষ্ঠান হুইসেলের সকল পণ্য পাওয়া যাবে লেটস গো মার্টে।
মঙ্গলবার (২৪ই নভেম্বর) লেটস গো মার্ট-এর এর সাথে এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মাধ্যমে হুইসেলের সব পণ্য পাওয়া যাবে লেটস গো মার্টে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে লেটস গো মার্ট এর হেড অব সেলস এবং মার্চেন্ট একুইজিশন কে এম ফেরদৌস ইলিয়াস, বিজনেস এলায়েন্স ম্যানেজার মো আসাদুল ইসলাম অনিক এবং হুইসেলের হেড অব মার্কেটিং মো মাজহারুল ইসলাম বেগ ও হেড অব প্রোডাক্ট ডেভেলপমেন্ট মাকসুদা হাসান তনিমা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হুইসেল শিশুকিশোরদের প্ল্যানার, স্টেশনারী ও খেলনা, একাডেমিক ও সাহিত্যিক বই, শিশুদের জন্য স্পেশালাইজ কোর্সসমূহ প্রস্তুত, বিপনন ও বিক্রয় করে থাকে। প্রতিষ্ঠানটি নিজস্ব ব্রান্ডের শিশুদের বিভিন্ন পণ্য তৈরির পাশাপাশি শিশুদের শিক্ষাসংক্রান্ত বিভিন্ন পণ্য শিশুদের কাছে কম খরচে পৌছে দিচ্ছে।