দুই দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আবর বাড়ল। এবার ভরিতে দেড় হাজার টাকা বাড়ছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে সোয়া লাখ টাকার কাছাকাছি। দেশের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয়। সমিতি বলছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা আজ বুধবার থেকে কার্যকর হবে।
সর্বশেষ গত সোমবার সোনার দাম বাড়িয়েছিল জুয়েলার্স সমিতি। তখন ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৯০৪ টাকা বাড়ানো হয়। এ নিয়ে তিন দিনের ব্যবধানে দেশে দুই দফায় সোনার দাম ভরিতে ৪ হাজার ৪২১ টাকা বাড়ল।
নতুন দর অনুযায়ী, হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনার ভরি হবে ১ লাখ ২৪ হাজার ৫০২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট সোনা ১ লাখ ১৮ হাজার ৮৩৩ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ১ হাজার ৮৬২ টাকা ও সনাতনপদ্ধতির সোনার ভরি ৮৪ হাজার ২১৪ টাকায় বিক্রি হবে।
গতকাল মঙ্গলবার পর্যন্ত দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ২২ হাজার ৯৮৫ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ১৭ হাজার ৩৯৮ টাকা, ১৮ ক্যারেট ১ হাজার ৬২৫ টাকা ও সনাতনপদ্ধতির সোনা ৮৩ হাজার ১৯৯ টাকায় বিক্রি হয়েছে। সে হিসাবে ভরিপ্রতি ২২ ক্যারেট সোনায় ১ হাজার ৫১৭ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৪২৫ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ২৩৭ টাকা ও সনাতনপদ্ধতির সোনায় ১ হাজার ১৫ টাকা বেড়েছে।
গত বছর অর্থাৎ ২০২৩ সালে দেশের বাজারে সোনার দাম বেশ কয়েক দফায় বেড়েছিল। ফলে ভালো মানের প্রতি ভরি সোনার দাম প্রথমবারের মতো লাখ টাকা ছাড়িয়ে যায়। গত বছর দেশের বাজারে প্রায় ২৯ বার সোনার দাম সমন্বয় করে জুয়েলার্স সমিতি। এর মধ্যে দাম কমানো হয়েছে ১১ বার, বাড়ানো হয়েছে ১৮ বার।