সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধের নির্দেশের সফল বাস্তবায়ন নিশ্চিত করতে সকল পর্যায়ের পাঠ্যপুস্তকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ও বিকল্প পণ্য তৈরি এবং ব্যবহার বিষয়ক অধ্যায় অন্তর্ভুক্ত করার অনুরোধ।
টাইড টার্নার্স প্লাস্টিক চ্যালেঞ্জ (টিটিপিসি) বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানবেন।
আপনি নিশ্চয়ই অবগত আছেন যে, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য, যা এসইউপি (SUPs) নামেও পরিচিত। এগুলো সাধারণত একবার বা অল্প সময়ের জন্য ব্যবহার করে তারপর ফেলে দেওয়া হয়। এ ধরনের প্লাস্টিক পৃথিবীতে ব্যাপকভাবে বিস্তৃত এবং আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে উঠেছে। কারণ এর ব্যবহার অত্যন্ত সুবিধাজনক। গত ৪০ বছরে বিশ্বব্যাপী প্লাস্টিক উৎপাদন চারগুণেরও বেশি হয়েছে এবং ধারণা করা হচ্ছে ২০৩০ সালের মধ্যে সমুদ্র এবং অন্যান্য জলাশয়ের প্লাস্টিক দূষণ দ্বিগুণেরও বেশি হবে। আর ২০৫০ সালের মধ্যে প্লাস্টিকের পরিমাণ সমুদ্রের সব মাছের পরিমাণকেও ছাড়িয়ে যেতে পারে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের অত্যাধিক ব্যবহারের মধ্য দিয়ে পরিবেশ, জীববৈচিত্র্য, মানব ও প্রাণীস্বাস্থ্য ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং জলবায়ু পরিবর্তনের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ছে। ফলে এই বিষয়টি নিয়ে যেমন শিক্ষার্থীদের মাঝে স্বচ্ছ ধারণা প্রদান আবশ্যক, একইসাথে পরিবেশবান্ধব বিকল্প পণ্য তৈরি ও ব্যবহারে উৎসাহিত করতে দক্ষতা বৃদ্ধি করাটাও সময়োপযোগী একটি পদক্ষেপ হবে বলেই আমরা বিশ্বাস করি।
আপনি আরো অবগত আছেন যে, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সম্প্রতি সব মন্ত্রণালয়, বিভাগ এবং আওতাধীন দপ্তর ও সংস্থার কার্যালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এ ধরনের প্লাস্টিকের ব্যবহার বন্ধের লক্ষ্যে বিকল্প পণ্য ব্যবহারের ওপর গুরুত্ব প্রদান করা হয়েছে। এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০০২ সালে বাংলাদেশে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিলো। ফলে পরিবেশ সংরক্ষণ আইন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধের নির্দেশের সফল বাস্তবায়ন নিশ্চিত করতে টিটিপিসির সাথে সম্পর্কিত শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল পর্যায়ের পাঠ্যপুস্তকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ও বিকল্প পণ্য তৈরি এবং ব্যবহার বিষয়ক অধ্যায় অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে আমরা আপনার প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।
আপনি জেনে খুশি হবেন যে, বাংলাদেশে ইউএনইপি’র (UNEP) লিড পার্টনার হিসেবে প্রভা অরোরা (Probha Aurora) সিঙ্গেল ইউজ প্লাস্টিক (SUPs) বন্ধে ইতোমধ্যে পাঁচ হাজারের বেশি যুবসমাজের মধ্যে টিটিপিসির মাধ্যমে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে। এছাড়া প্রতিষ্ঠানটি প্রায় দুইশ জন তরুণ ও তরুণীকে এ বিষয়ের ওপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করেছে। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, টাইড টার্নার্স প্লাস্টিক চ্যালেঞ্জ (TTPC) হলো প্লাস্টিক দুষণের বিরুদ্ধে লড়াই করার একটি বিশ্বব্যাপী যুব উদ্যোগ। এটি তৈরি করা হয়েছে তরুণ, প্রাপ্তবয়স্কদের প্লাস্টিকের ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরি করতে, প্লাস্টিক ব্যবহার কমানোর সমাধান আবিষ্কার করতে এবং বাড়ি, সমাজ ও প্রতিষ্ঠানগুলোতে ইতিবাচক পরিবর্তন আনতে উদ্বুদ্ধ করার জন্য। এই কার্যক্রমে বিশ্বের প্রায় ৫০টি দেশ সম্পৃক্ত আছে
এছাড়া প্রভা অরোরা সবুজ সাথী উদ্যোগের মাধ্যমে বিগত তিন বছর হলো পরিবেশবান্ধব বিকল্প পণ্যের ওপরও কাজ করছে। প্রতিষ্ঠানটি এজন্য আলাদাভাবে ইকো ফ্রেন্ডলী সেন্টার স্থাপন করেছে। এছাড়া ইউনেপ (UNEP) ও ইউনেস্কো (UNESCO) দ্বারা স্বীকৃত বিশ্বের সর্ববৃহৎ পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্টাল এডুকেশনের (FEE) বাংলাদেশের একমাত্র ন্যাশনাল অপারেটর হিসেবে পরিবেশ শিক্ষা প্রোগ্রামসমূহ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছে। ফলে সেই সকল অভিজ্ঞতার আলোকে এ জাতীয় কারিকুলাম তৈরির ক্ষেত্রে সহযোগিতা করতে ও অবদান রাখতে আমরা বিশেষভাবে আগ্রহী। এ ব্যাপারে আমাদেরকে প্রয়োজনীয় সুযোগ তৈরি করে দিতে আপনার প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। এছাড়া টিটিপিসি কার্যক্রমটি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সম্প্রসারণের ক্ষেত্রেও আমরা আপনার পরামর্শ ও সহযোগিতা বিশেষভাবে প্রত্যাশা করছি।