দেশের সর্ববৃহৎ অনলাইন বই বিক্রির ওয়েবসাইট রকমারি ডট কম শোক দিবস উপলক্ষে আয়োজন করেছে “স্মরণে মহানায়ক”।
পহেলা আগস্ট থেকে শুরু হওয়া মাসব্যাপি এ আয়োজনে বঙ্গবন্ধুর বইয়ে ২৫% ছাড়সহ থাকছে বিভিন্ন প্রতিযোগিতা। প্রতিযোগিতাসমূহের মধ্যে রয়েছে কুইজ প্রতিযোগিতা,অ্যামবিগ্রাম প্রতিযোগিতা ও বুক রিভিউ প্রতিযোগিতা। এছাড়া ১৫ টি বাক্যে ১৫ আগস্ট সম্পর্কে রচনা প্রতিযোগিতাও রয়েছে।
প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানায়নি রকমারি। তাদের ফেসবুক পেইজ( rokomari.com) ও ওয়েবসাইট থেকে এগুলো জানা যাবে।
প্রতিযোগিতার পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে থাকছে এক্সক্লুসিভ ফেসবুক লাইভ।
বঙ্গবন্ধু সম্পর্কিত বইগুলো পাওয়া যাবে এই লিংকেঃ https://getashorturl.com/43BAs