দেশের বৃহৎ ই-কর্মাস প্ল্যাটফর্ম কিউকম এর উদ্যোগে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অর্ধ শতাধিক এতিম শিশুদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর মিরপুরের পূর্ব শেওড়াপাড়ায় অবস্থিত হাফিজুল্লাহ ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কিউকম এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রিপন মিয়া, হেড অফ ডিজিটাল সদরুল হাসান, হেড অফ ইস্যু শিপন রায়, বিজনেস ডেভেলপমেন্ট এন্ড পি আর রাজু আহমেদ রাজ প্রমুখ।
এ সময় দোয়া ও মিলাদ মাহফিলে কিউকম এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রিপন মিয়া বলেন, “আজকের এই দিনে দেশ হারিয়েছিল জাতির মহা নায়ককে। স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা ও স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকল সদস্যের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। যাতে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠন ও দেশকে অর্থনৈতিকভাবে তিনি উত্তোরত্তর এগিয়ে নিয়ে যেতে পারেন।”
এছাড়া কিউকম এর হেড অফ সেলস, কমিনিকেশন এন্ড পাবলিক রিলেশন আরজে নিরব বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকীতে কিউকম এর পক্ষ থেকে তার এবং তার পরিবারের আত্মার মাগফিরাতের জন্য সামান্য এই আয়োজন করতে পেরে নিজেদেরকে অনেক ভাগ্যবান মনে করছি।”