১৪ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদফতর নির্মিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ২৫৯টি ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৩ নভেম্বর) শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা অবকাঠামো উন্নয়নখাতে বর্তমান সরকারের তিন মেয়াদে গত ১৫ বছরে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ নভেম্বর সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদফতর নির্মিত দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ২৫৯টি ভবন একযোগে উদ্বোধন করবেন। এসব ভবনের ১১ হাজার ২৩১টি শ্রেণিকক্ষে ৫ লাখ ৬১ হাজার ৫৫০ জন শিক্ষার্থীর আধুনিক ও উন্নত পরিবেশে পাঠ গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কাঙ্ক্ষিত শিক্ষা সুনিশ্চিতের প্রয়াসে দেশব্যাপী অসংখ্য দৃষ্টিনন্দন ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত শিক্ষা অবকাঠামো নির্মাণ করে চলেছে। ২০০৯ সাল থেকে শুরু করে বিগত ১৫ বছরে বর্তমান সরকার শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ৪১টি প্রকল্পের মাধ্যমে প্রায় ৪০ হাজার ৫০০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ১৫ হাজার ৩৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮৮ হাজার ৪৭৫টি শ্রেণিকক্ষ নির্মাণ কাজ সম্পন্ন করেছে। ফলে ৪৪ লাখ ২৩ হাজার ৭৫০ জন শিক্ষার্থীর আধুনিক ও উন্নত পরিবেশে পাঠ গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে। এছাড়া, বিগত ১৫ বছরে ১৩ হাজার ৪২টি প্রতিষ্ঠানে (সরকারি-বেসরকারি) মোট ২ হাজার ৭৫৮ কোটি টাকার মেরামত ও সংস্কার কাজ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, শিক্ষা প্রকৌশল অধিদফতরের মাধ্যমে বর্তমানে ৩৬টি উন্নয়ন প্রকল্প চলমান আছে। এ সকল প্রকল্পের কাজ শেষ হলে আরও ১০ হাজার ৯৬৮টি শ্রেণিকক্ষে ৫ লাখ ৪৮ হাজার ৪০০ জন শিক্ষার্থী পাঠ গ্রহণের সুযোগ পাবে।
নির্মিত ভবনগুলোয় ছেলে ও মেয়েদের জন্য আলাদা টয়লেট, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য র্যাম্প ও আলাদা টয়লেট রয়েছে।