রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন মাহাতাব উদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) মাহতাব উদ্দিন আহমেদ তার ফেসবুক পোস্টে এ তথ্য জানা যায়।
পোস্টে তিনি আরো জানান, ‘আজিয়াটার সঙ্গে আমার চুক্তিটি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছি। এর মেয়াদ আগামী ৩১ অক্টোবর শেষ হতে যাচ্ছে। সেসময় পর্যন্ত আমি ছুটিতে থাকব।’ বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন জানিয়ে মাহতাব আরও বলেন, ‘প্রতিটি যাত্রাই কোনো না কোনো সময় শেষ হয় এবং রবিতে আমার গৌরবান্বিত যাত্রাটিও শেষ হতে চলেছে!’
তবে এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য মাহতাবের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায় নি। তবে রবি এখনও মাহতাব আহমেদের পদত্যাগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক রবির এক সিনিয়র কর্মকর্তা মাহতাবের পদত্যাগের বিষয়টি ই কমার্স বার্তাকে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০১৬ সালে মাহতাব উদ্দিন আহমেদ দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর রবি’র প্রথম বাংলাদেশি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পান।